আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

The Stamp Act 1899 । সর্বনিম্ন কত টাকার বিলে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়?

সরকারি দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়। ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগে? হ্যাঁ লাগে। যদিসরকার বর্তমানে বেতন বিলের সাথে রেভিনিউ স্ট্যাম্পের জন্য ১০ টাকা কেটে রাখার ব্যবস্থা করেছে- The Stamp Act 1899

এনবিআর ট্যাক্স রেডিনিউ খাত হতে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে অর্থ আইন, ২০১২ এর মাধ্যমে Stamp Act, 1899 (Act II of 1899) এর ধারা- ৪ (১) ও ধারা-৩০ এবং Schedule-1 এর ৬৫টি এন্ট্রির মধ্যে ৪১টি এন্ট্রিতে বর্ণিত শুল্ক(Duty) পুনঃ নির্ধারণপূর্বক ০১ জুলাই, ২০১২ তারিখে কার্যকর করেছে।

  • Receipt (রেভিনিউ স্ট্যাম্প) -৪০০/- টাকার উর্ধ্বে লেনদেন)- ১০ টাকা।

সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।_Page_

সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়? ৪০০ টাকা উর্দ্ধে লেনেদেন হলেই ১০ টাকা রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়। ৫৩ নং সিরিয়ালে দেখুন। পাওয়ার অব এর্টোনিতে ১০০-৮০০ টাকা নন-জুডিশিয়াল স্ট্যাপ লাগে। মর্টগেইজ এ ৫০-৫০০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাপ লাগে।

সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়: ডাউনলোড

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

11 thoughts on “The Stamp Act 1899 । সর্বনিম্ন কত টাকার বিলে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়?

  • I have read so many articles or reviews on the topic of the blogger lovers except this piece of writing is really a fastidious post, keep it up.

  • ৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা রাজস্ব স্ট্যাম্প লাগবে না, ২০২৩ সালের গেজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *