ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

লাইসেন্স রেজিস্ট্রেশন সহজীকরণ ২০২২ । বিদ্যমান লাইসেন্স/রেজিস্টেশনসমূহের নবায়নের মেয়াদ ৫ বছর পর্যন্ত বৃদ্ধিকরণ পরিপত্র

বর্তমানে আমদানি রপ্তানি লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হবে না – Bব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে বিদ্যমান লাইসেন্স/রেজিস্টেশনসমূহের নবায়নের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে– লাইসেন্স রেজিস্ট্রেশন সহজীকরণ ২০২২

আমদানিকারক ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত “ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে বিদ্যমান লাইসেন্স / রেজিস্টেনসমূহের নবায়নের মেয়াদ বৃদ্ধিকরণ” সংক্রান্ত সভায় বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আমদানি নিবন্ধন সনদপত্র ফি সহ অন্যান্য সকল ফি বৃদ্ধি করে পুন: নির্ধারণ করা হয়েছে। বিদেশ তথা বাহিরের দেশ থেকে বিভিন্ন পন্য নিয়ে এসে দেশে বাজারে চাহিদা মেটাতে আপনাকে আমদানিকারক হতে হবে। আর এর জন্য সর্বপ্রথম আমদানি নিবন্ধন সনদপত্র (Import Registration Certificate) বা আইআরসি (IRC) লাইসেন্স নিতে হবে। আবার যদি দেশের বিভিন্ন পন্য অন্যান্য দেশের বাজারের চাহিদা মেটাতে চান তাহলে আপনাকে রপ্তানিকারক হতে হবে। আই আর সি নবায়ন ফি । আমদানি রপ্তানি বিভিন্ন পরিষেবার বিদ্যমান ফি হালনাগাদকরণ প্রজ্ঞাপন ২০২২

এটির জন্য সর্বপ্রথম রপ্তানি নিবন্ধন সনদপত্র (Export Registration Certificate) বা ইআরসি (ERC) লাইসেন্স নিতে হবে। অর্থাৎ আমদানি ও রপ্তানি লাইসেন্স করলেই আমদানি রপ্তানি ব্যবসা করতে পারবেন। রপ্তানি ও আমদানি করার জন্য আলাদাভাবে কোন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন, আমদানি করার জন্য একটি লাইসেন্স এবং রপ্তানি করার জন্য আলাদা লাইসেন্স, IRC ও ERC দুটি লাইসেন্স। ট্রেড লাইসেন্স ফি। প্রতিষ্ঠানের ধরণ ভেদে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন ফি ভিন্ন হয়ে থাকে

লাইসেন্স আর প্রতিবছর নবায়ন করতে হবে না / আমদানি ও রপ্তানি বিষয়ক লাইসেন্স এর ক্ষেত্রে সহজীকরণ ২০২২

আই আর সি এবং ই আর সি লাইসেন্সের জন্য কত টাকা ফিস দিতে হয়- তালিকা মোতাবেক ফিস বিভিন্ন সময়ে আপডেট হয়ে কম-বেশি হতে পারে এবং এর সাথে ১৫% ভ্যাট ও অন্যান্ন শুল্ক যুক্ত হতে পারে।

Caption: Export Import Licence Renew Circular

আমদানি ও রপ্তানি লাইসেন্স নবায়ন ২০২২ । লাইসেন্স নবায়নের যে সকল নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে

  1. বিদ্যমান ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (IRC) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ERC) এর মেয়াদ ০১ (এক) বছরের পরিবর্তে ০৫ (পাঁচ) বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
  2. সংশ্লিষ্ট আবেদনকারী তাঁর প্রয়োজন অনুযায়ী ০১ থেকে ০৫ বছর পর্যন্ত যেকোন মেয়াদী IRC ও ERC গ্রহণ করতে পারবেন।
  3. IRC ও ERC এর ইস্যু/নবায়নের তারিখ থেকে মেয়াদ গণনা করা হবে।
  4. IRC ও ERC গ্রহণকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে মেয়াদ অনুযায়ী সার্টিফিকেট ইস্যু/নবায়ন ফি প্রদান করতে হবে।

আমদানি ও রপ্তানি লাইসেন্স করতে করণীয়?

IRC and ERC  লাইসেন্স প্রদান এবং নবায়ন এবং এ সংক্রান্ত রেগুলেটরি অথরিটি হল  Office of the Chief Controller of Imports & Exports (CCI&E) বা আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। প্রথমে জেনে নিই কে বা কারা এই লাইসেন্স পেতে পারে- কোন প্রোপ্রাইটরশিপ কনসার্ন বা একমালিকানাধিন ব্যবসা প্রতিষ্ঠান, কোন পার্টনারশিপ ফার্ম, বা কোন লিমিটেড কোম্পানি, আমদানী এবং রপ্তানী লাইসেন্স দুইটা কিন্ত আলাদা লাইসেন্স এবং আলাদা ভাবে নিতে হয়, তবে প্রসেস একই রকম। নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে আবেদন করতে হয়।

আই আর সি নবায়ন ফি । আমদানি রপ্তানি বিভিন্ন পরিষেবার বিদ্যমান ফি হালনাগাদকরণ প্রজ্ঞাপন ২০২২

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *