জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস ২০২২ এর ভাতা বাবদ জনপ্রতি ৫,০০০/- টাকা হারে ৪৭,৪৮,৮০,০০০/- (সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ আশি হাজার) টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন- মহান বিজয় দিবস ভাতা ২০২২

আদিষ্ট হয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮১০ কোডের মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩721102 কোডে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৬৫০০.০০ লক্ষ (পঁয়ষট্টি কোটি) টাকা হতে জীবিত মুক্তিযোদ্ধাদের অনুকূলে বিজয় দিবস ২০২২ ভাতা বাবদ সারা দেশের উপজেলা/মহানগরে সংশ্লিষ্ট জেলা/উপজেলার নামের পার্শ্বে বর্ণিত কলাম (৪) এ উল্লিখিত সংখ্যক জীবিত বীর মুক্তিযোদ্ধার বিপরীতে জনপ্রতি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হারে সর্বমোট ৪৭,৪৮,৮০,০০০/- (সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ আশি হাজার) টাকা নিম্নোক্ত শর্ত ও বিভাজন অনুসারে অর্থ ছাড়ের নিমিত্ত আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

ছাড়কৃত ৪৭,৪৮,৮০,০০০/- (সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ আশি হাজার) টাকা মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ২০২২ ভাতা বাবদ চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮১০ কোডের মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩৭২১১০২ কোডে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৬৫০০.০০ লক্ষ (পঁয়ষট্টি কোটি) টাকা হতে মিটানো হবে।

বরাদ্দকৃত ৪৭,৪৮,৮০,০০০/- (সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ আশি হাজার) টাকা সারণীতে বর্ণিত সংশ্লিষ্ট জেলার নামের পার্শ্বে প্রদর্শিত সম্মানি ভাতাভোগী জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা অনুসারে সর্বমোট ৯৪,৯৭৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে মহান বিজয় দিবস ভাতা ২০২২ বাবদ (জনপ্রতি ৫,০০০/- টাকা হারে) বিতরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মহান বিজয় দিবস ভাতা ২০২২ । জন প্রতি মুক্তিযোদ্ধা ৫০০০ টাকা প্রাপ্য হইবে

বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত Management Information System (MIS) এর ওয়েবলিংক mis.molwa.gov.bd এর তথ্যভান্ডারে এন্ট্রিকৃত বীর মুক্তিযোদ্ধা/সুবিধাভোগীদের অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ এ অর্থ বরাদ্দ প্রদান করা হলো। তবে উক্ত সম্মানি ভাতা বিতরণে “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” অনুসরণ করতে হবে।

জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস ২০২২ এর ভাতা বাবদ জনপ্রতি ৫,০০০/- টাকা হারে ৪৭,৪৮,৮০,০০০/- (সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ আশি হাজার টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারক নং-৩৩২, তারিখ- ২৩/১১/২০২২)।

বিজয় দিবস ভাতা ২০২২ । যে সকল শর্তাবলী অনুসরণ করতে হবে

  1. জেলা/উপজেলার পার্শ্বে প্রদর্শিত ও বরাদ্দকৃত অর্থ বিতরণ/উত্তোলনের জন্য সকল জেলা প্রশাসকগণের নিকট অথরিটি প্রেরণের জন্য অনুরোধ করা হলো (সারণীর কলাম ৫ অনুসারে)। জেলা প্রশাসকগণ তাঁর জেলার অনুকূলে মুক্তিযোদ্ধার মধ্যে বিজয় দিবস ভাতা ২০২২ হিসেবে বরাদ্দকৃত অর্থ আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় হতে উত্তোলনপূর্বক সোনালী/জনতা/অগ্রণী/বাংলাদেশ কৃষি/ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা হিসাব খুলে বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন;
  2. মহান বিজয় দিবস ২০২২ ভাতা পরিশোধে সকল আর্থিক বিধি-বিধান ও সরকারি নিয়মাচার অনুসরণ করতে হবে। অর্থ ব্যয়ে কোন অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে;
  3. আগামী ৩০-০৬-২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার অনুকূলে ছাড়কৃত অর্থের ব্যয় বিবরণী ও সমন্বয় হিসাব প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে;
  4. সরকারি অনুদানের অর্থ ব্যাংক হিসাবে অব্যবহৃত থাকলে সরকারি কোষাগারে জমা করত: (কোড নম্বর ১-৬৩০১-০০০১-2671) আর্থিক শৃঙ্খলা ও সঠিক হিসাবায়নের লক্ষ্যে অডিট করত: প্রতিবেদন অত্র মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে;
  5. বরাদ্দকৃত অর্থ সম্মানি ভাতা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না;
  6. ভাতা বিতরণের ক্ষেত্রে কোনভাবেই অগ্রিম ভাতা প্রদান করা যাবে না এবং বরাদ্দকৃত অর্থ শুধু মহান বিজয় দিবস-২০২১ বাবদ বিতরণ করতে হবে;
  7. প্রত্যেক সম্মানি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধার ভাতা তাঁর ব্যাংক হিসাবে জমা করতে হবে অথবা একাউন্টপেয়ী চেকের মাধ্যমে ভাতা প্রদান করতে হবে। এর কোন ব্যত্যয় হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা ও ব্যাংক ম্যানেজার দায়ী হবেন। বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসক নিশ্চিত করবেন;
  8. অব্যয়িত অর্থ (যদি থাকে) ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে (১-৬৩০১-০০০১-২৬৭১ সংখ্যক কোডে) সরকারি কোষাগারে জমাকরত: এ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং বিতরণের সাথে সাথে অব্যয়িত টাকার পরিমাণ এ মন্ত্রণালয়কে জানাতে হবে;
  9. “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” অনুসরণ পূর্বক বরাদ্দকৃত অর্থ এ মন্ত্রণালয়ের MIS এর ওয়েবলিংক mis.molwa.gov.bd এ এন্ট্রিকৃত বীর মুক্তিযোদ্ধা/সুবিধাভোগীগণের মধ্যে এ সম্মানি ভাতা বরাদ্দ করতে হবে। তবে বরাদ্দকৃত অর্থ বিতরণে মন্ত্রণালয়ের ২৪-০৪-২০১৯ তারিখে জারীকৃত ৪৮.০০.০০০০.006.020.03.019.১৭-১০০ পরিপত্র অনুসারে মহানগর/উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কর্তৃক প্রদত্ত ‘না মঞ্জুরকৃত আবেদনের তালিকা ও সিদ্ধান্ত’ প্রতিবেদনে (‘গ’ তালিকা) যাদের নাম রয়েছে তারা এ সম্মানি ভাতা প্রাপ্য হবেন না।
  10. তবে এ মন্ত্রণালয়ের ১১ জুন ২০১৯ তারিখের স্মারক নং ৪৮.০০.0000.006.020.01.019.17.134 সংখ্যক স্মারকের নির্দেশনা অনুসারে ‘গ’ তালিকায় নাম প্রকাশিত হলেও ভারতীয় তালিকায় বা মুক্তিবার্তা চুড়ান্ত (মুক্তিবার্তা লাল বই) তালিকা (যাদের নামে মুক্তিযোদ্ধা নন মর্মে অভিযোগ নেই) এবং মুক্তিযোদ্ধাদের নিম্নোক্ত গেজেট যথাক্রমে- (১) সেনাবাহিনী গেজেট, (২) নৌ বাহিনী গেজেট, (৩) বিমান বাহিনী গেজেট, (৪) পুলিশ গেজেট, (৫) বিজিবি গেজেট, (৬) আনসার গেজেট, (৭) বীরাঙ্গনা গেজেট, (৮) মুজিবনগর গেজেট, (৯) শব্দ সৈনিক গেজেট, (১০) স্বাধীন বাংলা ফুটবল টিম গেজেট, (১১) ন্যাপ কমিউনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা তালিকা গেজেট এবং (১২) পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৯৭৩ সনের বিসিএস কর্মকর্তা গেজেটের যে কোন একটিতে নাম থাকলে সম্মানি ভাতা অব্যাহত থাকবে;
  11. এছাড়া, “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” এবং এ মন্ত্রণালয়ের ০৮-০৪-২০১৯ তারিখের ৪৮.০০.০০০০.০০৬.০২০.০৩১.০১৯.১৭-৮৭ সংখ্যক স্মারক অনুসরণে সকল শ্রেণির শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত গেজেটধারী এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট’ থেকে সম্মানি ভাতা প্রাপ্য বিধায় মন্ত্রণালয়ের MIS এ উক্ত শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত গেজেটধারী এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের নাম অন্তর্ভুক্ত থাকলেও এ আদেশে বরাদ্দকৃত সম্মানি ভাতা তাঁরা প্রাপ্য হবেন না।
  12. চলতি ২০২২-২৩ অর্থবছরে ০৯-১১-২০২১ তারিখ পর্যন্ত MIS এ অন্তর্ভুক্ত সম্মানি ভাতাভোগী জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা অনুসারে সর্বমোট ৯৪,৯৭৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রদত্ত বরাদ্দ বিতরণ যোগ্য।

মহান বিজয় দিবস ভাতা ২০২২। জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস ২০২২ এর ভাতা বাবদ জনপ্রতি ৫,০০০/- টাকা হারে ৪৭,৪৮,৮০,০০০/- (সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ আশি হাজার টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারক নং-৩৩২, তারিখ- ২৩/১১/২০২২): ডাউনলোড

মুক্তিযোদ্ধা ভাতা 2022 । “এ” শ্রেণীর পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৪৫,০০০ টাকা

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2986 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *