বয়স্ক ভাতা আবেদন করার নিয়ম ২০২২ – অনলাইনেই বয়স্ক ভাতার আবদেন করা যাবে – বয়স্ক ভাতা

অনলাইনে বয়স্ক ভাতার আবেদন – ২০২১-২২ অর্থ বছরে অতিরিক্ত কোটায় বয়স্ক ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশােধের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ, উপকারভােগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ। বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে। প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে।

অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরের বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা প্রদান কার্যক্রম এর আওতায় সর্বাধিক দারিদ্রপ্রবণ ১৫০টি উপজেলা নির্ধারন করা হয়েছে। নির্ধারিত ১৫০ টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতাপ্রাপ্তির যােগ্য ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদফতরের webbased ভাতা ব্যবস্থাপনা সিষ্টেম Managment Information Systems (MIS) এ আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন কম পাওয়ায় বয়স্কভাতা কর্মসূচিতে কিছু বরাদ্দ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হতে অবশিষ্ট বরাদ্দ অনুযায়ী সংযুক্ত তালিকায় বর্ণিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ বিভাজনের অনুমােদন পাওয়া যায়। আগামী ১৫ মার্চ ২০২২ তারিখের মধ্যে সংযুক্ত তালিকায় উল্লেখিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে।

আগামী ২০ মার্চ ২০২২ অনলাইনে প্রাপ্ত আবেদন যাচাই করে http://mis.bhata.gov.bd তে বরাদ্দ প্রদান করা হবে। ইউনিয়ন /পৌরসভা সমূহের নামের তালিকা ২০২২

মনে রাখবেন যারা ভাতা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন ২০২২

ক্যাপশন: যে সকল ইউনিয়ন /পৌরসভা সমূহের নতুন আবেদন গ্রহণ করা হবে তাদের নামের তালিকা ২০২২ ডাউনলোড করুন।

বয়স্ক ভাতার ক্ষেত্রে যে সকল নির্দেশনা ও শর্ত প্রযোজ্য ২০২২

  1. ১৫ মার্চ ২০২২ তারিখের মধ্যে সংযুক্ত তালিকায় উল্লেখিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে।
  2. ২০ মার্চ ২০২২ অনলাইনে প্রাপ্ত আবেদন যাচাই করে http://mis.bhata.gov.bd তে বরাদ্দ প্রদান করা হবে।
  3. সমাজসেবা অধিদফতর হতে প্রাপ্ত বিভাজনের কোটার আলােকে ভাতাভােগীর অনলাইন আবেদনসমুহ বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী যাচাইপূর্বক বাস্তবায়ন কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমােদিত তালিকা মােতাবেক উপকারভােগীদের প্রয়ােজনীয় তথ্য MIS এ সন্নিবেশন, এন্ট্রিকৃত ডাটা ভেলিডেশন, হিসাব খােলা
  4. ১০ এপ্রিল ২০২২ এর মধ্যে পে-রােল প্রেরণ সম্পন্ন করতে হবে।
  5. উল্লেখ্য যে, নতুন উপকারভােগীগণ ০১ জুলাই ২০২২ হতে ভাতা প্রাপ্য হবেন।
  6. এমতাবস্থায়, তাঁর আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিসসমূহকে উপযুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরােধ করা হয়েছে।

পুরতন যারা আছে তাদেরও কি আবেদন করতে হবে?

নতুন আবেদনকারীর তথ্য এন্ট্রি করা হবে। যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যাদের ভাতা চলমান আছে তাদের এখন আবেদন করার প্রয়োজন নেই। যাদের আবেদন উপযুক্ত হবে এবং যাদের সিলেক্ট করা হবে তারা অর্থাৎ নতুন উপকারভােগীগণ ০১ জুলাই ২০২২ হতে ভাতা প্রাপ্য হবেন।

বয়স্ক ভাতা আবেদন Online ২০২২

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2997 posts and counting. See all posts by admin

45 thoughts on “বয়স্ক ভাতা অনলাইন আবেদন ২০২২ । অনলাইনে বয়স্ক ভাতার আবেদন করার যায়

  • ব্যাংক আকাউন্ট আবডেট ১ বছর পর পর করা হোক

  • বয়েষ্ক ভাতা আবেদন করা যাচ্ছে না কেনো,,সময় তো বেশি নেই,,কখন সার্বার ঠিক হবে একটু জানাবেন।?

  • abodon jaccana cano ????????

  • ভাতার জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে না আবার সময় দেওয়া হয়েছে ১৫/০৩/২০২২ পর্যন্ত এখন করনীয় কি

  • বয়স্ক ভাতা আবেদন করা যাচ্ছে না
    সার্ভার খুলে দেওয়া হবে কবে জানাবেন প্লিজ
    বেশি সময় নাই তো

  • সার্ভার ডাউন

  • বয়স্ক ভাতার আবেদন করা যাচ্ছে না। আবার সময় দিছে 15/03/2022 এর মধ্যে আবেদন করতে হবে।
    কখন সার্ভার খুলবে জানোবেন প্লিজ। নাকি আর সার্ভার খুলবে না। তাও কি জানাবেন।

  • বয়স্ক ভাতার সার্ভার কখন খুলবে জানাবেন।

  • নোটিশ প্রচার করার আগে সার্ভার ঠিক করা হলে এত হয়রানি হতে হয় না, নোটিশ প্রচারের পরে সার্ভার ঠিক করার জন্য বন্ধ রাখলে সাধারণ মানুষ গুলোকে হয়রানি হতে হয়

  • সহমত। তা ঠিকই বলেছেন।

  • অনুগ্রহ করে অপেক্ষা করুন।

  • অপেক্ষা করুন। আশা করছি সার্ভার খুলবে।

  • স্যার কবে নাগাদ সার্ভার আপডেট শেষ হবে স্যার।

  • অনুগ্রহ করে অপেক্ষা করুন। সিস্টেম উন্নয়নের কাজ চলছে।
    সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

  • কবে সার্ভার চালু হবে

  • উন্নয়নের কাজ চলছে। একটু অপেক্ষা করুন।

  • দেখা যাক কি হয়।

  • অপেক্ষা ছাড়া উপায় নেই।

  • সিস্টেম উন্নয়নের কাজ চলছে।

  • বর্তমানে আবেদন করা যাচ্ছে।

  • পুরাতন যারা আবেদন করছেন তাদের আবেদন কপি কোন লিং থেকে ডাউনলোড করবো একটু বলবেন

  • পুরাতন যারা আবেদন করছেন তাদের আবেদন কপি কোন লিং থেকে ডাউনলোড করবো

  • ভাই আগের আবেদন করা সে গুলো কিভাবে ডাউনলোড করবো

  • ভাই আগের আবেদন করা সেটা কিভাবে ডাউনলোড করবো

  • আবারও আবেদন করা যাচ্ছে না কেনো?

  • সার্ভারে চাপ পড়েছে। আবার ট্রাইকরুন।

  • সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ডাউনলোড করতে হবে।

  • সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ডাউনলোড করতে হবে।

  • সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ডাউনলোড করতে হবে।

  • সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ডাউনলোড করতে হবে।

  • see son me .usso acorisoeris so social service acorocorisa apoved .at another that take my nilage ps kaligong dis lalmonirhart. city.rangpur. you have going to applycation jobu unnion up dorggi bigan

  • চেষ্টা করছি দেখি কি হয়

  • বরিশাল জেলার বয়ষ্ক ভাতার আবেদন কবে থেকে শুরু হবে?

  • অপেক্ষা করুন। চলে আসবে।

  • জেলা আসেনা ঠিক হবে কবে আর

  • এবার তো আর হবে না। আগামীতে হতে পারে।

  • পুরাতন যারা বয়স্ক ভাতা পান,তাদের জানুয়ারি,ফেব্রুয়ারী, মার্চের টাকা দেয়া হবে কবে?

  • প্রক্রিয়া চলছে যে কোন সময় ছাড় হতে পারে

  • কুড়িগ্রাম জেলায় বিধবা ভাতা কবে থেকে নতুন করে শুরু হবে।

  • জুন-জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  • এখন কি বয়স্ক ভাতার জন্য আবেদন করা

  • এখন করতে পারবেন না। জুলাইয়ের পরে আবার ওপেন হতে পারে।

  • বর্তমানে কত বছর হলে বয়স্ক ভাতার আবেদন করতে পারবে?

  • বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *