সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত অফিসসমূহ নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুকিঁপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভাব্য নারীগণ কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিধি-৪ শাখা
নম্বর: ০৫.০০.০০০০.১৭৩.০৮.০১৪.০৭.১৩৮; তারিখ: ২৮ মে ২০২০
প্রজ্ঞাপন
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী ৩১ মে ২০২০ থেকে ১৫ জুন ২০২০ পর্যন্ত শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলি এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ/ সীমিত করার সিদ্ধান্ত গ্রহণে করেছে। ৫, ৬, ১২ ও ১৩ জুন ২০২০ সাপ্তাহিক ছুটি এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।
২। উক্ত নিষেধাজ্ঞাকালীন সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত অফিসসমূহ নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুকিঁপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভাব্য নারীগণ কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
৩। উক্ত নিষেধাজ্ঞাকালীন কর্মকর্তা কর্মচারীগণ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম)
উপসচিব
সকল সরকারি অফিস খোলার প্রজ্ঞাপন জারি: ডাউনলোড
আসুন ১৩ দফা নির্দেশনা গুলো দেখে নিই যা স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারি করা হয়েছে: স্বাস্থ্য বিধি নির্দেশনা