উন্নয়ন প্রকল্প I মাষ্টার রোল I আউটসোর্সিং

Master roll staff demand job । সরকারি আর্থিক প্রতিষ্ঠানে মাস্টারোলে আর কোন নিয়োগ নয়।

সরকারি দপ্তরে মাস্টাররোলে নিয়োগ দেয়ার নিষেধাজ্ঞা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। কিছু সমস্যা নিরসনের জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ রকম নিয়োগকৃত কর্মচারীদের চাকুরী স্থায়ী করা যায় না। এতে চাকুরী স্থায়ী করণ জটিলতা দেখা দেয়। চুক্তিভিত্তিক কাজের সুবিধা রাখা হয়েছে। মাস্টাররোলে নিয়োগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

বানিজ্যিক ব্যাংক শাখা

নং-৫৩.০০.০০০০.৩১২.৯৯.০০১.১৬-২২২; তারিখ: ০৪ অক্টোবর ২০১৮

পরিপত্র

বিষয়: অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে/ মাস্টার রোলে কর্মচারী নিয়োগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সময় অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে/ মাস্টার রোলে কর্মচারী নিয়োগ করা হয়। এভাবে নিয়োগকৃত কর্মচারীগণ দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও আইনগত সুযোগ না থাকায় তাদের চাকুরী স্থায়ী করা সম্ভব হয় না। ফলে অস্থায়ীভাবে নিয়োগকৃত কর্মচারীগণের চাকুরীগত নিরাপত্তা থাকে না। এছাড়া চাকুরীর বয়স শেষে পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হন। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো অনুমোদন /সংশোধনকালে এভাবে কর্মী নিয়োগ না করার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু দেখা যায় যে, বিভিন্ন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনুমোদিত জনবল কাঠামো বর্হিভূত বিভিন্ন পদনামে অস্থায়ী জনবল নিয়েঅগ অব্যাহত রেখেছেন, যা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামো বর্হিভূত বিভিন্ন পদনামে অস্থায়ী জনবল নিয়োগ অব্যাহত রেখেছেন, যা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী। এ অবস্থা নিরসনকল্পে রাষ্ট্র মালিকানাধীন সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে / মাষ্টার রোলে কর্মচারী নিয়োগ না করার নির্দেশনা প্রদান করা হলো।

(মো: মতিয়ার রহমান)

যুগ্নসচিব

ফোন: ৯৫৭৪০০২

বিস্তারিত জানতে পরিপত্র দেখুন নিচে: ডাউনলোড

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “Master roll staff demand job । সরকারি আর্থিক প্রতিষ্ঠানে মাস্টারোলে আর কোন নিয়োগ নয়।

  • বিএডিসিতে কি মাস্টার রুলে নিয়োগ হয়। হলে উচ্চপদস্থ কর্মকর্তারা কি সরাসরি নিয়োগ দিতে পারে?

  • মাস্টার রোলে নিয়োগ দিতে পারে। মাস্টাররোল স্থায়ী কোন চাকরি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *