অনুমোদিত চিকিৎসা বলতে সিভিল সার্জন ও প্রেসিডেন্সী সার্জন ছাড়া যারা প্রাইভেট প্র্যাকটিসের সুযোগপ্রাপ্ত এমণ সরকারি সার্জন বা উপ-সহকারী সার্জন পদবীর সরকারি মেডিকেল অফিসারকে বুঝায়। একজন রোগী অর্থাৎ একজন সরকারি কর্মচারীর তার প্রাপ্যতা অনুসারে হাসপাতাল, ডিসপেনসারী বা
ক্লিনিকে বা বিধিমালার ৮ (১) বিধি মোতাবেক বাসায় বর্ণনাভূক্ত যে কোন অনুমোদিত চিকিৎসকের সাথে পরামর্শ করার অধিকার রয়েছে। তীব্র অসুখের কারণে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী ছাড়া কোন সরকারি কর্মচারী চলাফেরায় অপারগ হলে তিনি তার বাসস্থানে উপযুক্ত অনুমোদিত চিকিৎসককে আহবান জানাতে পারেন। অনুমোদিত চিকিৎসক এ প্রেক্ষিতে রোগীর কাছ থেকে কোন ফিস গ্রহণ করতে পারবেন না। সরকারি কর্মচারীর পরিবারের অপরাপর সদস্যরা বাসস্থানে চিকিৎসা সুবিধাদি পারেন না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সাধারণ নির্দেশনা
স্বাস্থ্য বিভাগ
(নং: এইচ/এস-৪/আই এম-৩২/৬৪/৬১০; তারিখ: ১৮ জুলাই, ১৯৬৪;
বিষয়: সরকারি কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সাধারণ নির্দেশনা।
১। বিধি-৩ (এ)-বর্ণিত “অনুমোদিত চিকিৎসা” বলতে সিভিল সার্জন ও প্রেসিডেন্সী সার্জন ছাড়া যারা প্রাইভেট প্র্যাকটিসের সুযোগপ্রাপ্ত এমণ সরকারি সার্জন বা উপ-সহকারী সার্জন পদবীর সরকারি মেডিকেল অফিসারকে বুঝায়। একজন রোগী অর্থাৎ একজন সরকারি কর্মচারীর তার প্রাপ্যতা অনুসারে হাসপাতাল, ডিসপেনসারী বা ক্লিনিকে বা বিধিমালার ৮ (১) বিধি মোতাবেক বাসায় বর্ণনাভূক্ত যে কোন অনুমোদিত চিকিৎসকের সাথে পরামর্শ করার অধিকার রয়েছে।
তীব্র অসুখের কারণে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী ছাড়া কোন সরকারি কর্মচারী চলাফেরায় অপারগ হলে তিনি তার বাসস্থানে উপযুক্ত অনুমোদিত চিকিৎসককে আহবান জানাতে পারেন। অনুমোদিত চিকিৎসক এ প্রেক্ষিতে রোগীর কাছ থেকে কোন ফিস গ্রহণ করতে পারবেন না। সরকারি কর্মচারীর পরিবারের অপরাপর সদস্যরা বাসস্থানে চিকিৎসা সুবিধাদি পারেন না।
২। বিধিমালার ২ (২) বিধির উদ্দেশ্য হলো সরকারি কর্মচারীদের বাসস্থানে চিকিৎসার ক্ষেত্রে ঔধের মূল্য এবং অন্যান্য রোগবিদ্যাগত, রোগজীবানুতত্ত্বসন্বন্ধীয়, রশ্নিগত পরীক্ষা ইত্যাদি যা সরকারি হাসপাতাল ভর্তি হলে তিনি পেতেন শুধুমাত্র সে খরচ পুনর্ভরণ করা।
৩। বিধি ৩ (এইচ) (vi) এর উদ্দেশ্যে চিকিৎসকের পরামর্শের প্রেক্ষিতে রোগীর সেবার নিমিত্ত বিশেষ সেবিকার ব্যয়ভার বহন নয় বরং রোগীর অবস্থা বিবেচনাক্রমে হাসপাতাল কর্তৃক বিশেষ সেবাকার্যের প্রাপ্তব্য ব্যবস্থা গ্রহণ।
৪। সরকারি হাসপাতালে রোগীর ভর্তির দায়িত্বে নিয়োজিত মেডিকেল অফিসারকে অন্য রোগীর তুলনায় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দানের জন্য নির্দেশনা প্রদান করতে হবে। এ নির্দেশনা সরকারি ও তাদের পরিবারের সদস্যদের ২০% ভাগ কেবিন আবাসন পক্ষ, অর্থ পরিশোধযোগ্য বেড ব্যবহারকারী সরকারি কর্মচারী বা পরিবারের সদস্যদের পথ্য খরচ প্রদান করতে হবে।
অবশ্য কোন সরকারি কর্মচারী কোটা বর্হিভূত কোন কেবিন, কটেজ বা পেয়িংবেড (অর্থ পরিশোধযোগ্য বেড) চাইলে তা খালি ও অন্য রোগীর জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজন না হলে তাকে প্রদানে কোন বাধা নেই।
৫। ২য় শ্রেণী বা ৩য় শ্রেণীর সরকারি কর্মচারী বা তাদের পরিবারের সদস্যরা সরকারি হাসপাতালে পেয়িংবেড (অর্থ পরিশোধযোগ্য বেড) থাকলে তা প্রাপ্তির অধিকার রাখেন।
৬। কোন সরকারি কর্মচারী বা তার পরিবারের সদস্যদের অনুমোদিত চিকিৎসকের পরামর্শে প্রদত্ত ঔষধ যে কোন সরকারি হাসপাতাল থেকে গ্রহণ করতে পারবেন। যেখান থেকে তিনি ঔষধ গ্রহণে ইচ্ছুক সে হাসপাতালের বর্হিবিভাগীয় বা ভর্তিকৃত রোগী হওয়ার কোন আবশ্যকতা নেই।
৭। প্যাথোলজিক্যাল, রেক্টোরিয়োলজিক্যাল, রেডিওলজিক্যাল বা অনুমোদিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষা বিনা খরচে সরকারি হাসপাতালে করা হবে। যে হাসপাতালে এ পরীক্ষা করা হবে ঐ হাসপাতালে তার বর্হিবিভাগীয় বা ভর্তিকৃত রোগীর হওয়ার প্রয়োজন নেই।
৮। সরকারি কর্মচারী বা পরিবারের সদস্যদের জন্য যক্ষা হাসপাতাল, মানসিক হাসপাতাল, পাবনার তত্ত্বাবধায়কসহ বিশেষজ্ঞগণ কর্তৃক পরামর্শপত্রে প্রস্তাবিত ঔষধ সরকারি হাসপাতালের ভান্ডার থেকে প্রদান করতে হবে।
৯। ঢাকায় কর্মরত সরকারি কর্মটচারী ও তাদের পরিবারের সদস্যরা ইডেল বিল্ডিং ক্লিনিক, পলাশী ও নীলক্ষেত ব্যারাক ডিসপেনসারী, মীরপুর, মোহাম্মদপুর ও খিলগাঁও ডিসপেনসারীসমূহ ও সরকারি হাসপাতালসমূহে চিকিৎসা সুবিধাবলী গ্রহণ করতে পারেন।
১০। অসুখের তীব্রতার জন্য সরকারি কর্মচারী চলাফেরায় অক্ষম হলে ইডেন বিল্ডিং ক্লিনিকের প্রধান মেডিকেল অফিসার বা ঢাকার কোন অনুমোদিত চিকিৎসক সরকারি কর্মচারী কর্তৃক তার বাসভনে আহুত হলে রোগীকে বিনা খরচে বাসায় চিকিৎসা করবেন।
১১। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষায় সম্মত হলে কোন অনুমোদিত চিকিৎসক তার চেম্বারে সরকারি কর্মচারী বা তার পরিবারের সদস্যদের পরীক্ষার জন্য কোন ফিস দাবী করবেন না।
১২। আবাসিক চিকিৎসক ও আবাসিক সার্জনবৃন্দ সরকারি হাসপাতালে ভর্তির জন্য ইডেন বিল্ডিং ক্লিনিক এর প্রধান মেডিকেল অফিসারের প্রাত্যহিক চাহিদা নির্ণয় করবেন এবং তৎকর্তৃক সুপারিশকৃত রোগীকে ভর্তি করবেন।
১৩। হাসপাতালের বর্হিবিভাগীয় রোগী হোক বা না হোক অনুমোদিত চিকিৎসক কর্তৃক প্রদত্ত সুপারিশের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি কর্মচারী ও তার পরিবারের সদস্যদের বিনা খরচে প্যাথলজিক্যাল, ব্যাকেরিয়োলজিক্যাল, রেডিওলজিক্যাল ও অন্যান্য পরীক্ষার ব্যবস্থা করবেন।
১৪। সরকারি কর্মচারী বা তার পরিবারের কোন সদস্য কেবিন, কটেজ বা পেয়িংবেড-এ ভর্তিকৃত রোগী হলে তার কাছ থেকে শুধুমাত্র পথ্যব্যয় বাবদ প্রচলিত নিয়মে আদায় করা হবে। তবে কোনরূপ ভাড়া বা হাসপাতালে পরীক্ষাদির খরচ আদায় করা যাবে না।
সরকারি কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সাধারণ নির্দেশনা: ডাউনলোড