ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

ডিএ প্রাপ্যতা ২০২৩ । সরকারি যান ব্যবহারে ভ্রমন করলে দৈনিক ভাতা পাবেন

দৈনিক ভাতা কি? দৈনিক ভাতা-ইংরেজীতে বলা হয় D/A (Dearness Allowance)। সাধারণত দুপুরের বা রাতের খাবার সব মিলিয়েই ডি/এ প্রদান করা হয়। প্রতিদিন ২৪ ঘন্টায় একটি দৈনিক ভাতার বেশি প্রাপ্য নয়। সরকার প্রত্যেক কর্মচারী/কর্মকর্তাকে তাদের মূল বেতন অনুসারে প্রতি ২৪ ঘন্টার জন্য ১টি ডি/এ প্রদান করে থাকে।

কেন টি/এ এবং ডি/এ প্রদান করা হয়?

সরকারি কাজে প্রায়ই বাহিরে যেতে হয়, তৎসংলগ্ন প্রকৃত খরচ প্রদানের জন্য ভ্রমণ ভাতা এবং দৈনিক ভাতা প্রদান করা হয়। সরকারি গাড়ি ব্যবহারে যেহেতু কোন ব্যক্তিক ব্যয় সংগঠিত হয় না তাই সেক্ষেত্রে ট্রাভেলিং এলাউন্স দাবি করতে পারে না।

বিধি-১৫৭-১৬১ (প্রয়োগ নাই) সংশোধন করা হয়েছে- এই সেকশনটি (বিধি-১৫৭-১৬১ পর্যন্ত) বর্তমানে সংশোধিত আকারে প্রয়োজ্য আছে। সংশোধন অনুযায়ী কোন সরকারী যান ব্যবহারপূর্বক ৮ ঘন্টার বেশী সদর দপ্তর হইতে অনুপস্থিত থাকিলে একটি দৈনিক ভাতা পাইবেন। সরকারী যান ব্যবহার পূর্বক ভ্রমণের ক্ষেত্রে কোনরূপ ভ্রমণ ভাতা প্রাপ্য নয়।

হাইলাইটস:

  • ০৮ ঘন্টার বেশি সদর দপ্তরে হতে দূরে থাকতে হবে।
  • সরকারি যান ব্যবহার করার কারণে কোন ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না।

কখন দৈনিক ভাতা পাওয়া যায়? সাধারণ কেনা কাটা করতে সদর দপ্তরে বা অফিসের বাহিরে ০৮ ঘন্টার বেশি অবস্থান করলে ০১টি ডি/এ বা দৈনিক ভাতা পাওয়া যায়। অফিসের কোন চিঠি বহনেও অন্য দপ্তরে গেলেও এ দৈনিক ভাতা প্রাপ্য হইবেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *