সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

Document list for Sanchayapatra 2024 । সোনালী ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি

ডাকঘর হতে সঞ্চয়পত্র ক্রয় এবং সঞ্চয়পত্রের মাসিক মুনাফা উত্তোলন করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা খুব সহজেই সোনালি ব্যাংক হতে সঞ্চয়পত্র কিনতে পারি। এক্ষেত্রে Online অটোমেশন সিস্টেমে সঞ্চয়পত্র ক্রয়ে ক্রেতা এবং নমিনির যে সকল কাগজপত্র লাগবে।

নতুন নিয়মে সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্র:

ক্রেতার ক্ষেত্রে:

  • সঞ্চয়পত্র ফরম
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • ই টিন সার্টিফিকেটের ফটোকপি (এক লাখ টাকার উপরে হলে)
  • ছবি দুই কপি (০২) কপি,
  • MICR চেক এর মাধ্যমে বিনিয়োগের টাকা প্রদান;
  • ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের প্রমানক লাগে।

নমিনির ক্ষেত্রে:

  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • দুই কপি ছবি (ক্রেতা কর্তৃক সত্যায়িত)

 সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২২ pdf

প্রশ্নোত্তর পর্ব:

  • এখন প্রশ্ন আসতে পারে MICR চেক বুক কি?
  • উত্তর:সহজ ভাষায় বলতে গেলে এমআইসিআর চেক বলে প্রতিটি চেকের পাতায় হিসাব ধারীর নাম খোদাই বা এমবোস করে লেখা থাকতে হবে। অনলাইন চেক বইকেই MICR চেক বুক বলে।
  • প্রশ্ন: নমিনির কি এক্ষেত্রে যেতে হবে ফরমে স্বাক্ষর করতে?
  • উত্তর: হ্যাঁ যেতে পারে, তবে আপনি ফরম বাড়িতে এনেও তার স্বাক্ষর নিয়ে নিতে পারেন।
  • প্রশ্ন: টাকা কি যার কাছে ফরম জমা দিব তাকেই দিতে হবে?
  • উত্তর: না। আপনার একাউন্টে জমা থাকবে, তাকে ব্ল্যাংক চেকের কপি দিতে হবে।
  • প্রশ্ন: যে দিন কাগজপত্র জমা দেব সেদিন থেকেই কি হিসাব ধরা হবে?
  • উত্তর: না, আপনার মোবাইলে ম্যাসেজ আসবে যেদিন সেদিন থেকে। (মোবাইল মেসেজে অবশ্যই উল্লেখ থাকবে আপনার টাকা ডেবিট করা হয়েছে এবং সফল ভাবে আপনি সঞ্চয়পত্র কিনতে সক্ষম হয়েছেন।

সঞ্চয়পত্রের মুনাফা কি প্রতি মাসে সঞ্চয় অফিস বা ঐ ব্যাংকে গিয়ে তুলতে হবে? উত্তর: না, আপনার একাউন্টে মুনাফা ঢোকার সাথে সাথে প্রতি মাসে আপনি ম্যাসেজ পাবেন এবং বাংলাদেশের যে কোন সোনালী ব্যাংক শাখা হতে চেকের মাধ্যমে তুলতে পারবেন। চাইলে কার্ড ব্যবহার করেও তুলতে পারবেন।

০৩ ধরনের সঞ্চয়পত্র রেট ২০২৪ । জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার কি পুন:নির্ধারণ হয়েছে?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

15 thoughts on “Document list for Sanchayapatra 2024 । সোনালী ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি

  • ই টিন সার্টিফিকেট কি?

  • জমির কাগজপত্র জামানত ছাড়া সোনালী ব্যাংক লোন আবেদন করা যাবে কি

  • persona loan korte parben

  • নমিনির জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদে কার্যক্রম হবে কি?

  • জাতীয় পরিচয়পত্র সংশোধন, শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তি, বিদেশ যাত্রীয় জন্ম সনদ এছাড়াও আরও বিভিন্ন কাজে জন্ম সনদ প্রয়োজন পড়ে।

  • পরিবার সঞ্চয়পত্র একই নামে কয়বার করা যাবে?
    দুই বা তিন বার করা যাবে কি?

  • যদি কেউ তার Wife এর নামে পারিবারিক সঞ্চয় পত্র কিনতে তার নিজের একাউন্ট MCHR থেকে দেন এটা কি Bank Accept করবে।

  • না। তার নিজের নামে একাউন্ট থাকতে হবে এবং তার একাউন্ট টাকা জমা করে তিনি চেক ইস্যু করবেন।

  • ৩ মাস অন্তর মুনাফাভিওিক সঞ্চয়পএ একই নামে একাধিক বার ক্রয় করা যাবে কিনা ?

  • অবশ্যই। ৪০ লক্ষ টাকা পর্যন্ত।

  • 5 lak takar akta monthly sonchoypotro kinlam. Sonali bank teke.bank e sob document dilam taka o dilam check er maddome.kinto bank amake kono document dilo na..bollo 10 din pore asen.ahono hocche na.ami poramorsho chai ..plz janaben..

  • সাধারণত চেক টা ডিপোজিট স্লিপে জমা দিতে হয়। যদি তা না করে থাকেন তিন কর্মদিবসে ম্যাসেজ আসে মোবাইলে। যদি ৭ কর্মদিবসেও মোবাইলে ম্যাসেজ না পান। তবে ব্যাংকে বলুন। অনলাইন ব্যাংক কপিটা দিন।

  • সোনালী ব্যাংকে ৫০ হাজার টাকা সঞ্চয়পত্র কেনা যাবে কি?? এবং এর মাসিক কোন মুনাফা আছে?? থাকলে কত? এবং কি কি কাগজপত্র লাগতে পারে?? সঞ্চয়পত্র আমার মাতার নামে নিতে চাইছিলাম। আমি এই সম্পর্কে ভালো বুঝি না কেউ পরামর্শ দিলে উপকৃত হবো।

  • জি। পরিবার সঞ্চয়পত্র ১০ হাজার টাকায়ও কেনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *