সিএমপি-১৯৮১ এর ৩৬ ( (বি)-তে বর্ণিত ১০/- টাকা থেকে ৫০/টাকায় বুদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হ’ল। তবে সিএমপি-১৯৮১ এর ৩ (এ) এবং ৩৬ (সি) এর ক্ষেত্রে আলােচ্য স্পেশাল পেনশন ৩৬ (বি) বৃদ্ধির বিষয়টি নজির হিসেবে ব্যবহার করা যাবে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
প্রবিধি অনুবিভাগ প্রবিধি শাখা-৬
নং-অম/অবি/প্রবিধি-৬/পেন-৭/২০০৮/৯৩ তারিখ: ১২/১০/২০০৮ খ্রিঃ
বিষয়: স্পেশাল পেনশনের হার বৃদ্ধি প্রসঙ্গে।
সূত্র: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি নং-প্রম ডি-১৯/ পেন-৪/২০০২ (ছায়ানথি)
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে সিএমপি-১৯৮১ এর ৩৬ ( (বি)-তে বর্ণিত ১০/- টাকা থেকে ৫০/টাকায় বুদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হ’ল। তবে সিএমপি-১৯৮১ এর ৩ (এ) এবং ৩৬ (সি) এর ক্ষেত্রে আলােচ্য স্পেশাল পেনশন ৩৬ (বি) বৃদ্ধির বিষয়টি নজির হিসেবে ব্যবহার করা যাবে না।
মােঃ জালাল উদ্দিন
উপ-সচিব (প্রবিধি-২)
ফোন: ৭১৬২৯৩১
প্রতি,
সচিব
প্রতিরক্ষা মন্ত্রণালয়
গণ ভবন কমপ্লেক্স শেরে বাংলা নগর, ঢাকা।
স্পেশাল পেনশনের হার বৃদ্ধি সংক্রান্ত: ডাউনলোড