সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যগত কারণে ৭ (সাত) দিনের বেশি ছুটি লইলে বা চাহিলে তাঁহাদেরকে হাসপাতালে ভর্তি হওয়া বাধ্যতামূলক করিয়া ইতোপূর্বে সংস্থাপন মন্ত্রণালয় হইতে ২৯ জুন ১৯৮৩ তারিখে বিজ্ঞপ্তি নং ইডি (আর-৪)-১৬৪/৮৩-৬২ জারি করা হয়েছিল।
সরকার বিষয়টি পুর্নবিবেচনা করিয়া উক্ত বিজ্ঞপ্তির এতদ্বারা বাতিল করিলেন।
[বিজ্ঞপ্তি নং সম(বিধি-৪) ছুটি-২৯/৮৬-১৩০ তারিখ: ২৪/১২/১৯৮৯]
স্বাস্থ্যগত কারণে ৭ দিনের বেশি ছুটি লইলে হাসপাতাল ভর্তি সম্পর্কে: ডাউনলোড