কোভিডের চিকিৎসা এবং টিকা প্রদানকালে হাসপাতালসমূহে অতিরিক্ত ভিড় এড়ানাের জন্য এবং সরকারি কর্মকর্তাগণের সংক্রমণের ঝুঁকির বিষয়টি বিবেচনাপূর্বক ২০২১ সনের বার্ষিক/আংশিক গােপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিআর-৩ শাখা www.mopa.gov.bd
নং- ০৫.০০.০০০০.১০২.০১.০০১.১৯.৭৪ তারিখঃ ২৮ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
অফিস আদেশ
বিষয়: কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সনের গােপনীয় অনুবেদনে স্বাস্থ্য প্রতিবেদন হতে অব্যাহতি প্রদান।
উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারির প্রকোপ বর্তমানে কিছুটা কম হলেও আসন্ন শীত মৌসুমে তা আবারও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে আশংকা প্রকাশ করা হচ্ছে। বিদ্যমান এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গােপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল হতে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণ ঝুঁকিপূর্ণ।
এমতাবস্থায়, কোভিডের চিকিৎসা এবং টিকা প্রদানকালে হাসপাতালসমূহে অতিরিক্ত ভিড় এড়ানাের জন্য এবং সরকারি কর্মকর্তাগণের সংক্রমণের ঝুঁকির বিষয়টি বিবেচনাপূর্বক ২০২১ সনের বার্ষিক/আংশিক গােপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা হতে অব্যাহতি প্রদান করা হলাে।
(মােঃ তােফাজ্জেল হােসেন)
যুগ্মসচিব (সিআর)
ফোন-৯৫৪৫৯৭১
২০২১ সনের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য প্রতিবেদন হতে অব্যাহতি প্রদান সংক্রান্ত: ডাউনলোড