পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির (প্রযোজ্য ক্ষেত্রে) সময়সীমা ২৩ জুন ২০২২ তারিখে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাজেট বরাদ্দের বিপরীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোন আমদানি এলসি স্থাপন কিংবা নিষ্পত্তির সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুন ২০২২।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়,
অর্থ বিভাগ বাজেট অনুবিভাগ-১
বাজেট অধিশাখা-২
স্মারক নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.২১-২০২ তারিখঃ ১৩ জুন ২০২২ খ্রিঃ।
পরিপত্র
বিষয়ঃ ২০২১-২২ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি এবং বিল দাখিলের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত।
সূত্রঃ অর্থ বিভাগের স্মারক নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.২১-১৬৮, তারিখঃ ২২ মে ২০২২ খ্রিঃ
সূত্রোক্ত পরিপত্রের অনুবৃত্তিক্রমে চলতি ২০২১-২২ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি এবং বিল দাখিলের সময়সীমা নিম্নোক্তভাবে নির্দেশক্রমে পুননির্ধারণ করা হলােঃ
২। সকল প্রকার বেতন-ভাতা সংক্রান্ত বিল পূর্ব নির্ধারিত/পুননির্ধারিত সময়সীমার আওতামুক্ত থাকবে।
৩। পরিচালন ও উন্নয়ন খাতের অর্থ অবমুক্তি ও ব্যয় বিল দাখিলের উপরিল্লিখিত সময়সীমা কোনক্রমেই আর বৃদ্ধি করা হবে না।
(সিরাজুননূর চৌধুরী)
অতিরিক্ত সচিব (বাজেট অধিশাখা)
ফোনঃ ০২-২২৩৩৫৬০৪৩
২০২১-২২ অর্থবছরের বিল দাখিলের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত: ডাউনলোড
অর্থ অবমুক্তির সময়সীমা, জুন মাসে ব্যয় বিল দাখিল ও চেক ইস্যু সংক্রান্ত।