জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০-০৭-২০১৯ খ্রি: তারিখে ০৫.০০. ০০০০. ১৭০.২২ .০৬২. ১৩. ১৫২ নম্বর পত্রের মাধ্যমে সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মু্ক্তিযোদ্ধা কোটা বয়স সম্পর্কিত তথ্য স্পষ্টীকরণ-জারি করে সরকার
৩য় শ্রেণীর চাকরিতে কি কোটা আছে? হ্যাঁ। ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে কোটা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের কোন মাথা ব্যাথা নাই। চিন্তা শুধু বিসিএস নিয়ে এবং সরকারি চাকরির ১ম ও ২য় শ্রেণীর চাকরিতে কোটা পদ্ধতি বাতিল নিয়েই চলছে আন্দোলন। মুক্তিযোদ্ধা কোটা নিম্ন গ্রেডে বহাল রয়েছে। শুধুমাত্র উচ্চ গ্রেড ১-১৩ গ্রেড পর্যন্ত বাতিল করা হয়েছিল এবং সেটি নিয়েই চলতে আন্দোলন।
ক) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১, শাখার ০৫.১০.২০১৮ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০৭.১৮.২৭৬ নং স্মারক অনুযায়ী “৯ম গ্রেড (পূর্বতন-১ম শ্রেণী) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণী) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হইবে এবং উক্ত পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হইল” মর্মে পরিপত্র জারি করায় কোটা পদ্ধতি বিদ্যমান নেই; এবং
খ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫এপ্রিল ২০১৮ তারিখের জারীকৃত ০৫.০০.০০০০.১৭০.১১.৩৫.১৭/৯৬ নম্বর স্মারকের (খ) অনুচ্ছেদ অনুযায়ী ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোন বিশেষ কোটার (মুক্তিযোদ্ধা, মহিলা, ক্ষুদ্র নৃ গোষ্ঠী, এতিম ও শারিরিক প্রতিবন্ধী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য) কোনো পদ যোগ্য প্রাথীর্র অভাবে পূরণ করা সম্ভব না হইলে অপূর্ণ পদসমূহ জেলার প্রাপ্যতা অনুযায়ী স্ব স্ব জেলার সাধারণ প্রার্থীদের মধ্য থেকে মেধা তালিকায় শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দ্বারা পূরণ করিতে হইবে।
আদেশটিতে স্বাক্ষর করেছেন উপ সচিব দীপংকর বিশ্বাস।
প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: সবাই যে বলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয়ে গেছে?
উত্তর: ১-১৩ গ্রেডে কোটা নাই বাকি ১৪-২০ তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা বিদ্যামান রয়েছে।
প্রশ্ন: ১ম ও ২য় শ্রেণীর চাকরিতে কোটা নাই?
উত্তর: না। ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে কোটা আছে।
৩য় ও ৪র্থ শ্রেণীর পদে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বিদ্যামান সংক্রান্ত স্পষ্টীকরণ সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
আপিল বিভাগের রায় কি স্থাগিত হয়েছে? না। সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত হয়নি। হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি হয়েছে। রিট আবেদনকারীপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দিয়েছেন। সূত্র প্রথম আলো