বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট ২ এর তৃতীয় অধ্যায় ক্ষতিপূরক ভাতা উত্তোলনের শর্তাদি সম্পর্কে বলা হয়েছে। ক্ষতিপূরক ভাতা অর্থাৎ ভ্রমণ ভাতা বাবদ ব্যয়ের অর্থ পরিশোধের বিধান রাখা হয়েছে।
তৃতীয় অধ্যায়- ক্ষতিপূরক ভাতা উত্তোলন নিয়ন্ত্রণ সংক্রান্ত শর্তাদি
বিধি-৭। ক্ষতিপূরক ভাতার অর্থের পরিমাণ এমনভাবে নিয়ন্ত্রণ করিতে হইবে, যেন ইহা গ্রহণকারীর একটি লাভের উৎসে পরিণত না হয়।
বিশ্লেষণ: সরকারী দায়িত্ব পালনকালে কোন সরকারী কর্মচারী যদি কোন ব্যয়ের এ সম্মুখীন হন, তাহা হইলে উক্ত ব্যয়কৃত অর্থ পরিশােধার্থেই এই ক্ষতিপূরক ভাতার
৯ বিধান রাখা হইছে। যেমন, যদি কোন কর্মচারী তাহার দায়িত্ব পালনের জ | ভ্রমণ করেন, তাঁহা হইলে উক্ত ভ্রমণের জন্য তাহার ভ্রমণ খরচ হওয়া স্বাভাবিক।
এই ভ্রমণে ব্যয়কৃত অর্থ পরিশােধার্থেই ভ্রমণ ভাতার বিধান রাখা হইয়াছে। এই ভ্রমণ ভাতা ক্ষতিপূরক ভাতারই অন্তর্ভুক্ত। সুতরাং এই ক্ষতিপূরক ভাতার পরিমাণ এমনভাবে নির্ধারণ হওয়া দরকার, যাহাতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সংশ্লিষ্ট কর্মচারী যেন ঐ পরিমাণ অর্থই ফেরত পান। ফেরতের পরিমাণ যেন উহার অধিক না হয়।