বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

মোবাইলফোন ভাতা ২০২৪ । ৯ম গ্রেডেও প্রাধিকারভূক্ত কর্মকর্তা ১,০০০/- টাকা সেলুলার ভাতা পাবেন?

সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮ এর ষষ্ঠ পরিচ্ছেদের অনুচ্ছেদ ২৯-এ উল্লিখিত প্রাধিকারভুক্ত কর্মচারীগণের মধ্যে যারা অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী নির্দিষ্ট হারে মোবাইল/সেলুলার ফোন ভাতা প্রাপ্য। তারা মাসিক বেতন ভাতার সাথে উক্ত অর্থ উত্তোলন করতে পারবেন।

  • ন্যূনতম উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা / উপজেলা কৃষি অফিসার/ সহকারী কমিশনার (ভূমি)/ উপজেলা প্রকৌশলী/ জেলা প্রশাসকের কার্যালয়ের এন.ডি.সি/ প্রটোকল অফিসার / ট্রেজারি অফিসারগণ / থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা গণ বা এই ক্যাটাগরি ৭ম গ্রেড ভূক্ত কর্মকর্তাগণ ১,০০০/- টাকা ভাতা পাবেন।
  • টাইমস্কেল , সিলেকশন গ্রেড পেয়ে ৭ম গ্রেডে আসলে হবে না।
  • প্রাধিকার ভূক্ত তালিকায় প্রকৃত গ্রেডধারী অন্তর্ভুক্ত।

অধিদপ্তর বা দপ্তরের ক্ষেত্রে ৪র্থ গ্রেড প্রয়োজন পড়বে । সব দপ্তরের ক্ষেত্রেই কি প্রযোজ্য? না।

৬ষ্ঠ গ্রেড ধারী কর্মকর্তা পাবেন ১,০০০/- টাকা সেলুলার মোবাইলফোন ভাতা সংক্রান্ত আদেশ দেখুন: ডাউনলোড

মোবাইল ভাতা প্রাপ্ততা ২০২৩ । ৪র্থ বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মচারীগণের মােবাইল ভাতা পাবেন

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *