উচ্চমান সহকারী/প্রধান সহকারীদের পদবী এবং বেতন গ্রেড পরিবর্তনের আন্দোলন সরকারি অফিসগুলো করলেও তা সরকার কর্ণপাত করেনি। চাপের মুখে জেলা ও উপজেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারিদের ক্ষেত্রে উপ প্রশাসনিক অফিসার পদবী সংযোজিত হয়েছে কিন্তু মাঠ পর্যায়ের অন্য সরকারি অফিসগুলোতে এখনও অফিস সহকারী, উচ্চমান সহকারী ইত্যাদি পদ বিদ্যমান-মাঠ প্রশাসনের নন-গেজেটেড কর্মকর্তা ২০২৫
গত ২২ জানুয়ারী ২০২০ তারিখের স্মারক নং ০৭.০০.০০০০.১৬২.০৫.০০৭.২০১৩.১৬ নম্বর পত্রের মাধ্যমে অর্থবিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাস্তবায়ন অনুবিভাগ, বাস্তবায়ন-২, অধিশাখা- বিভাগীয় কমিশনার/ জেলা প্রশাসন/ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বিদ্যমান প্রশাসনিক কর্মকর্তা পদটিকে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী টা: ১২৫০০-৩০২৩০ (গ্রেড-১১) হতে টা: ১৬০০০-৩৮৬৪০ (গ্রেড-১০) এ উন্নীত করণের নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করেছে।
এতে শর্ত রাখা হয়েছে বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ এর সংজ্ঞা সামঞ্জস্য রেখে (১) সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৪% পদ পূরণ করা হবে। পদোন্নতির ক্ষেত্রে ৬৬% পদ অফিস সুপারিনটেনডেন্ট, সি,এ কাম উচ্চমান সহকারী সাঁট লিপিকার হতে এবং প্রধান সহকারী ও ট্রেজারি হিসাব রক্ষক হতে এবং উচ্চমান সহকারী হতে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা হতে নেয়ার কথা বলা হয়েছে। নীতিকথা: ক্রমান্বয়ে বিভাগ অধিদপ্তর ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে বাস্তবায়িত হবে নিজ দপ্তরের উদ্যোগের উপর নির্ভর করে।
একজন ১০ গ্রেডের প্রশাসনিক কর্মকর্তার বেতন কত? একজন দশম গ্রেডের কর্মকর্তা এখন ১৬০০০ টাকা হতে বেতন শুরু হয়। পরবর্তীতে বার্ষিক বেতন বৃদ্ধি যোগ হয়ে বেতন বাড়তে থাকে। এছাড়াও ৪০% বাড়ি ভাড়া হিসেবে ৬৪০০ টাকা হতে শুরু হয়ে বাড়তে থাকে। চিকিৎসা ভাতা হিসেবে ১৫০০ টাকা পেয়ে থাকেন। সন্তান থাকলে একটি সন্তানের জন্য ৫০০ টাকা এবং দুটি সন্তানের জন্য ১০০০ টাকা প্রদান করা হয়। এছাড়া আর কোন আর্থিক সুবিধা পাওয়া যায় না।
প্রশাসনিক কর্মকর্তা ১০ গ্রেডের বেতন ভাতাদি গ্রহণ করে থাকেন । পূর্বে ১১ গ্রেড থাকলেও এখন ১০ গ্রেড
প্রশাসনিক কর্মকর্তা পদটি এখন দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে এ সংক্রান্ত আদেশটি পেতে পারেন: ডাউনলোড
আরও দেখুন:
- উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্তির আদেশ।
- উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন কমে যেভাবে।
- ১০/১৬ বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়ন স্থগিত, অদ্যবধি বলবৎ।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে।
- উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ পে স্কেল ২০১৫
- চাকরি ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড (৪র্থ গ্রেড) মঞ্জুরের বিষয়ে মতামত।
- ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।
- প্রশাসনিক কর্মকর্তা পদটি এখন দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে।
- কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ প্রদান করা হয়েছে (ছকসহ)
- উন্নীত স্কেলে টাইমস্কেল গণনা করে মূল বেতন নির্ধারণ হবে।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতার সম্মতিপত্র।
- উন্নীত স্কেলে সমমানের ধাপ না থাকলে নিম্ন ধাপে বেতন নির্ধারণ।
- যে আদেশ বলে উচ্চতর গ্রেড নেয়া যেতে পারে।
- উচ্চতর গ্রেড পেয়ে জুনিয়র সিনিয়র এর থেকে বেশি বেতন পাচ্ছে।
- কর্মচারী উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন।
- বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরী এখনও হচ্ছে।
- কৃষি ডিপ্লোমাধারী উপ সহকারী কৃষি কর্মকর্তা এখন ১০তম গ্রেডে উন্নীত।
- বকেয়া টাইম স্কেল এখনও মঞ্জুর করা হচ্ছে।
- গাড়ি চালকগণ এখনও উচ্চতর গ্রেড পাচ্ছেন।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে।