সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর মার্চ/২০২৫ মাসের বেতন বিল এবং পেনশন দাখিল এবং ২৩-০৩-২০২৫ খ্রি. এর মধ্যে প্রদান সংক্রান্ত অর্থ মন্ত্রনালয়ের ০৯-০৩-২০২৫ খ্রি. এর নির্দেশনা রয়েছে- ঈদে অগ্রিম বেতন প্রাপ্তি ২০২৫
অগ্রিম বেতন কি? অগ্রিম বেতন হলো কর্মচারীকে তার নির্ধারিত বেতন প্রদানের সময় আসার আগে, অর্থাৎ নির্দিষ্ট মাস বা সময়ের আগে বেতন পরিশোধ করা। সাধারণত বিশেষ পরিস্থিতিতে বা জরুরি প্রয়োজনে কর্মীরা তাদের নিয়োগকর্তার কাছে অগ্রিম বেতনের জন্য অনুরোধ জানাতে পারেন।
সরকার কখন অগ্রিম বেতন দেয়? সরকার সাধারণত বিশেষ কিছু সময়ে অগ্রিম বেতন প্রদান করে থাকে। নিচে কয়েকটি উল্লেখযোগ্য সময় উল্লেখ করা হলো: ঈদ উৎসব: পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহার সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন অগ্রিম প্রদান করা হয়। এর ফলে তারা উৎসবের প্রয়োজনীয় খরচ নির্বাহ করতে পারেন। এছাড়াও কোনো জরুরি আর্থিক প্রয়োজন দেখা দিলে সরকার বিশেষ বিবেচনায় অগ্রিম বেতন দিতে পারে। এছাড়া কোনো বিশেষ কারণে সরকার প্রয়োজন মনে করলে অগ্রিম বেতন দিতে পারে।
সরকার ইচ্ছা করলেই অগ্রিম বেতন দিতে পারে? সরকারি কর্মচারীদের মধ্যে প্রচলিত একটি ধারণা রয়েছে যে, ঈদ বা উৎসবের মাসের শেষে দিকে অর্থাৎ ২০ তারিখের পর যে কোন সময় ঈদ বা উৎসব অনুষ্ঠিত হলে সরকার তার নিজ ইচ্ছায় উক্ত মাসের বেতন মাস শেষ হওয়ার পূর্বেই পরিশোধ করতে পারে কিন্তু বিষয়টি ঠিক নয়। আসুন একটু জেনে নিই নন-গেজেটেড কর্মচারীদের বেতন কেন ঈদের আগে দেওয়া হয়।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারীগণ অগ্রিম বেতন ২০২৫ ।সামরিক বাহিনীর ননকমিশন্ড অফিসার/কর্মচারীগণ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণও অগ্রিম বেতন ভাতাদি পাবেন
কি আছে সাবসিডিয়ারী রুলস (এস.আর) ১১৩(২)-তে?
বাংলাদেশ ট্রেজারি রুলস এস.আর ১১৩। (২) বিশেষ ক্ষেত্রে সরকার এই বিধিতে নির্ধারিত যে কোন শর্ত শিথিল করিতে পারেন। ব্যাখ্যা: সরকার এই বিধির যে কোন শর্ত শিথিল করিতে পারেন। সরকারি ছুটি ছয় দিনের কম থাকার ক্ষেত্রেও সরকার বেতন ভাতাদি প্রদানের আদেশ দিতে পারেন।
ঈদের আগেই সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদানের নির্দেশনা জারি: ডাউনলোড