পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

সরকারি চাকরি পেনশন নীতিমালা ২০২৪ । ৫-২৪ বছরে চাকরি ছেড়ে গেলেও পাওয়া যাবে পেনশন?

সরকারি চাকরির ক্ষেত্রে অনেকেই মনে করেন চাকরির বয়স পাঁচ বছর হয়ে গেলেই আমি চাকরি ছেড়ে দিতে পারব এবং পেনশনে চলে যেতে পারবো ব্যাপারটি কিন্তু এমন নয় চলুন আজকে বিস্তারিত জেনে নেই এ ব্যাপারে –সরকারি চাকরি পেনশন নীতিমালা ২০২৪

তাহলে পাঁচ বছর হলেই কি পেনশনে যাওয়া যায়? –না। পাঁচ বছর থেকে ২৪ বছর বয়স পর্যন্ত চাকরির ক্ষেত্রে যে চার্টটি রয়েছে সে চার্টটি আসলে সবার জন্য প্রযোজ্য নয়। চাকরিরত অবস্থায় কেউ মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে অথবা দেখা যাচ্ছে যে সে মারা গেলে তার পরিবার পারিবারিক পেনশন পাবে। শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রেই পাঁচ বছর থেকে ২৫ বছর চাকরি যে সিডিউল বা যে তালিকা সেটি অনুসরণ করা হয়। স্বাভাবিক সুস্থ জীবনে সরকারি চাকরিজীবীগণ ২৫ বছরের পূর্বে পেনশনে যেতে পারে না।

স্বেচ্ছায় পেনশনে যাওয়ার নিয়ম কি? চাকরির বয়স বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে। ২৫ বছর না হওয়া পর্যন্ত নিজ ইচ্ছায় বা স্বেচ্ছায় পেনশনে যাওয়া যাবে না। সরকার নতুন আদেশ না দেওয়া পর্যন্ত এখনো পর্যন্ত এই আদেশ বা এই নির্দেশনায় বলবৎ রয়েছে। পাঁচ বছর, 10 বছর 15 বছর বা 20 বছর হলেও নিজের ইচ্ছায় পেনশনে যাওয়া যাবে না। এ সংক্রান্ত আদেশ সরকার অনেক আগেই জারি করেছে। নতুন করে আর এর সংশোধনী জারি করা হয়নি। ২৫ বছরের আগে পেনশনে গেলে সরকারি কোন সুযোগ সুবিধাই পাওয়া যাবে না শুধু জিপিএফ পাওয়া যাবে।

বিএসআর এ কি বলা আছে? নিম্নস্বাক্ষকারী আদেশক্রমে জানাইতেছে যে, ১৯৭৪ সালে দি পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) আইনের ৯(১) ধারা অনুসারে (যাহা নিচে উদ্বৃত্ত হইল) উক্ত আইনে বর্ণিত একজন পাবলিক সার্ভেন্ট স্বেচ্ছায় অবসর গ্রহণ করিতে পারেন: “9. Optional retirement.-(1) A public Servant may opt to retire from service at any time after he has completed twenty five years of service by giving notice in writing to the appointment authority at least thirty days prior to the date of his intended retirement. Provided that such option once exercised shall be final and shall not be permitted to be modified or withdrawn.” দশ বছর পূর্ণ হয়ে চাকরি ছেড়ে দিলেও কিছু পাওয়া যাবে না ২৪ বছর পূর্ণ হয়ে স্বেচ্ছায় ছেড়ে দিলেও কিছু পাওয়া যাবে না।

শারীরিক ভাবে সুস্থ অবস্থায়, চাকরিকাল ২৫ বছর পূর্ণ না হলে পেনশন পাওয়া যাবে না৷

২৫ বছর হওয়া প্রসঙ্গে কি কোন প্রজ্ঞাপন আছে। না কোন প্রজ্ঞাপন লাগবে না । সরাসরি বাংলাদেশ সার্ভিস রুলস এ এটি বলা আছে। চাকরি যদি পাঁচ বছর পূর্ণ না হয় তবে তিনটি বেসিক পাওয়া যায় মাত্র। এক্ষেত্রেও চাকরি যদি চলে যায় অথবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে অথবা মারা যায় তাহলে পরিবার পাবে।

Caption: Pension Rules 

পেনশন নিয়ে প্রশ্ন ২০২৪ । পেনশন নিয়ে সকল প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যাবে?

  • পারিবারিক পেনশন কখন থেকে চালু হয় ?
  • কারা কারা আজীবন পেনশন পাবে ?
  • স্ত্রীর পেনশন স্বামী পাবে কি ?
  • ধরা যাক ১ম স্ত্রী নি: সন্তান, ২য় স্ত্রীর ৪ সন্তান, এমতাবস্থায় কে কত শতাংশ পাবে?
  • শতভাগ পেনশন সমর্পণ করতে পারবে না কখন থেকে ?
  • বিধবা বা তালাক প্রাপ্ত কন্যাগণ পেনশন পাবে কি ?
  • শতভাগ সমর্পণকারী পেনশনার মারা গেলে পরিবারবর্গ উৎসব ভাতা পাবে কি ?
  • একজন চাকুরীজিবী কত বৎসর চাকুরী করলে পেনশন পাবে ?
  • পেনশনারগণ ২৫০০ টাকা চিকিৎসা ভাতা কখন পায় ?
  • আমার পিতার জন্ম ০১/০১/১৯৪৮ সালে, তাহলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী কি কি সুবিধা পাবে?
  • সরকারী কর্মচারীর মত পেনশনার ও কি “বাৎসরিক ইনক্রিমেন্ট” পাবে ?
  • পেনশনারদের জন্য ২টি উৎসব ভাতা কখন চালু হয় ?
  • পেনশনারগণ নববর্ষ ভাতা পাবে কি ?
  • আমার চাকুরী ৬ বৎসর পূর্ণ হয়েছে, সেচ্ছায় অবসরে যেতে পারব কি ?
  • একটানা কত মাস যাবৎ পেনশন না নিলে পরবর্তীতে পেনশন নিতে হলে পেনশনার কর্তৃক আবেদন দাখিল করতে হবে কি?
  • গুরতর অসুস্থ পেনশনারকে ইএফটি’র আওতায় আসতে হলে পেনশনারকে উপস্থিত থাকতে হবে কিনা?
  • পেনশন ইএফটি হলে কতদিন পর পর একাউন্টস অফিসে আসতে হবে?
  • কল্যাণ কর্মকর্তা কে এবং তাঁর কাজ কী ?
  • প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি) কখন জারী করতে হয় ?
  • সাময়িক পেনশন বলতে কি বোঝায় ?
  • পেনশন পুন:স্থাপন বলতে কী বোঝায় ?
  • শতভাগ পেনশন সর্মপনকারী সরকারী কর্মচারীগণ পুন:স্থাপিত পেনশন সুবিধা প্রাপ্ত হবার পূর্বে মারা গেলে ১৫ বছর পূর্তিতে তার বৈধ্য উত্তরাধিকারীগণ কী পুন:স্থাপিত পেনশন সুবিধা পাবেন ?
  • শতভাগ পেনশন সর্মপনকারী সরকারী কর্মচারীগণ পুন:স্থাপিত পেনশন সুবিধা প্রাপ্ত হবার পূর্বে মারা গেলে ১৫ বছর পূর্তিতে তার বৈধ উত্তরাধিকারীগণ কোন ধরণের পেনশন সুবিধা পাবেন ?
  • পেনশনারের “জীবন প্রমান (Life Verification)” কী?
  • পেনশনারকে “জীবন প্রমান (Life Verification) এর বিষয়টি পূর্বেই অবহিত করা হয় কী ?
  • পেনশনার যথাসময়ে “জীবন প্রমান (Life Verification) সম্পন্ন না করলে কী পেনশন বন্ধ হয়ে যাবে ?
  • “জীবন প্রমান (Life Verification) এর জন্য যে পে পয়েন্ট হতে পেমেন্ট করা হচেছ পেনশনারকে কী সেই পে পয়েন্টেই যেতে হবে, না যেকোন পে পয়েন্টে যেতে হবে?
  • সরকারী কর্মচারীর মত পেনশনার ও কি “বাৎসরিক ইনক্রিমেন্ট” পাবে ? এসব প্রশ্নের উত্তর দেখুন এখানে

পেনশনারের “জীবন প্রমান (Life Verification)” কী?

জিএফআর এর বিধি ….অনুযায়ী প্রতি এগারতম মাসে পেনশনারকে স্বশরীরে পে পয়েন্টে হাজির হয়ে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে-এটাই জীবন প্রমান (Life Verification)। ইএফটি প্রহণরত পেনশনারগণের ক্ষেত্রেও উক্ত বিধি প্রযোজ্য। সে আলোকে EFT গ্রহণরত পেনশনারগণকে EFT পেমেন্ট শুরুর সময় হতে ১১ তম মাসে স্বশরীরে পে পয়েন্টে হাজির হয়ে Life Verification সম্পন্ন করতে হবে। সূত্র: জিএফআর

৫৯ বছরে পেনশনে যেতে হয়চাকরির বয়স সর্বনিম্ন ২৫ বছর হতে হয়২৫ বছর বা ৫৯ বছর যেটি আগে হয়
২৫ বছরের কম হলে কি পেনশন কম পাওয়া যাবেহ্যাঁ কম পাওয়া যাবেকেউ যদি পালিয়ে যায় তাহলে কি পেনশন পাবে
হ্যাঁ পালালেও পেনশন পাওয়া যায়আত্মহত্যা করলে কি পরিবার পেনশন পায়হ্যাঁ পায়

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *