বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

বেতন ভাতা বৃদ্ধি ২০২৪ । ১ লা জুলাই আপনার বেতন ভাতা কত বাড়লো দেখতে চাইলে পোস্টটি আপনার জন্য

সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রতি বছর জুলাই মাসে বৃদ্ধি পায়- পূর্ব নির্ধারিত মূল বেতনের চার্ট অনুসারে এটি বৃদ্ধি পায়- মূল বেতনের সাথে বাড়ি ভাড়াও বৃদ্ধি পায়–মূল বেতন ও বাড়ি ভাড়া সহ মোট কত বেড়েছে আপনার বেতন সেটি আজ বের করা দেখবো আমরা- বেতন ভাতা বৃদ্ধি ২০২৪

সরকার কর্মচারীদের মূল বেতন ছাড়া আর কি কি বাড়ে? সরকারি কর্মচারীদের মূল বেতন ছাড়াও মূল বেতন অনুসারে প্রতি বছর বাড়ি ভাড়া ভাতাও বাড়ে। তবে যারা সরকারি বাসার বসবাস করেন তাদের ক্ষেত্রে শুধু মুল বেতন বাড়ে কিন্তু বাড়ি ভাড়া বাড়ে না। মূল বেতন যেহেতু ৫% বাড়ে এক্ষত্রে বাড়ি ভাড়াও ৫% বৃদ্ধি পায়। মূল বেতন ও বাড়ি ভাড়া ছাড়া অন্যান্য কোন ভাতা বৃদ্ধি পায় না। গ্রেড অনুসারে মূল বেতন ৫% হারে কত বাড়বে তা পূর্ব হতেই নির্ধারিত থাকে এবং সে হারেই ১ লা জুলাই ইনক্রিমেন্ট লেগে যায়। আগস্ট মাসের ১ তারিখে ইনক্রিমেন্ট সহ বেতন ভাতাদি ব্যাংক হিসাবে ঢুঁকে। জুলাই মাসে বেতন বৃদ্ধি পেলে তা আগস্ট মাসে হাতে পাওয়া যায়।

ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি পেতে কি ফিক্সেশন করতে হয়? না। অনলাইনে ফিক্সেশনের কোন ব্যাপার এখন নাই। অটোমেটিক্যালি বেতন আইবাস++ এ বৃদ্ধি হয়ে যোগ হয়ে যায়। কোন কিছু না করলেও জুলাই মাসের মূল বেতন ও বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়ে যাবে। ম্যানুয়ালি ইনক্রিমেন্ট যোগ করতে হয় না বা বাড়ি ভাড়াও সংশোধন করতে হয় না। পূর্বে একটি অনলাইন কপি ভেরিফিকেশন নম্বর বের করে মোবাইলে মেসেজ আসতো সেটি ব্যবহার করে দেখা হতো এবং সে অনুসারে বেতন বিল করা হতো। এখন আইবাস++ এ এটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত বা পরিবর্তন হয়ে যায় তাই ম্যানুয়ালি কোন কাজ করতে হয় না।

২০২৪ সালে যোগদান করলে কি ইনক্রিমেন্ট পাওয়া যায় না? না। আইবাস সিস্টেমে স্যালারি ইনক্রিমেন্ট একটি অটোমেশন প্রক্রিয়া, চাকুরীর বয়স কমপক্ষে ছয় মাস হলে প্রাপ্যতা অনুযায়ী আপনার প্রতিবছর পহেলা জুলাই একটি ইনক্রিমেন্ট যুক্ত হবে, ইনক্রিমেন্টের জন্য এর জন্য আইবাস সিস্টেমে কোন কর্মকর্তা বা কর্মচারীর কোন তথ্য পরিবর্তন অর্থাৎ ম্যানুয়ালি ইনক্রিমেন্ট সেট করতে হবে না। নতুন ইনক্রিমেন্ট অনুযায়ী আপনার বেতন কতটুকু বৃদ্ধি পাচ্ছে এটা দেখার জন্য আপনি অফিসে গিয়ে আইবাস++ চেক করতে পারেন অথবা আপনি অনলাইনে Payfixtion.gov.bd ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ভেরিফিকেশন নম্বর ব্যবহার করে দেখে নিতে পারেন।

বার্ষিক বেতন বৃদ্ধি ফিক্সেশন কপি ডাউনলোড করার নিয়ম / যেভাবে আপনি আপনার মূল বেতন কত তা জেনে নিতে পারেন।

ভেরিফিকেশন নম্বর না জানা থাকলে কিভাবে পাবো? আপনি ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর অফিসে গিয়ে পেতে পারেন অথবা আপনি payfixation.gov.bd গিয়েও এনআইডি ব্যবহার করে মোবাইলে মেসেজের মাধ্যমে পেতে পারেন। আপনি ভিডিও দেখে ভেরিফিকেশন নম্বর বের করতে পারবেন।

বেতন ভাতা বৃদ্ধি ২০২৪ । ১ লা জুলাই আপনার বেতন ভাতা কত বাড়লো দেখতে চান কি

Caption: http://www.payfixation.gov.bd

বার্ষিক বেতন বৃদ্ধির কপি ডাউনলোড । নিচের ইনস্ট্রাকশন অনুসরণ করে আপনি মোবাইল দিয়েই ইনক্রিমেন্ট কপি বের করতে পারবেন

  1. http://www.payfixation.gov.bd
  2. Next পবরর্তী
  3. টিক দিন Next পরবর্তী করুন
  4. ইনক্রিমেন্ট ক্লিক Increment Click
  5. বেসামরিক Civilian
  6. পেছনে যান
  7. NID Number জাতীয় পরিচয়পত্র নম্বর দিন
  8. Verification Number (এটি ২০১৫ সালে পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর, সার্ভিস বুক বা পূর্ববর্তী ইনক্রিমেন্ট কপিতে আছে।
  9. Captch Entry
  10. Login
  11. Verification Code (মোবাইলে যাওয়া ওটিপি দিন)
  12. ওটিপি দিয়ে Validate করুন
  13. Select Year of increment
  14. Go Click করলেই সব তথ্য দেখাবে।
  15. প্রিন্ট আইকনে চাপ দিয়ে প্রিন্ট করুন।

আমার বেসিক ১৫১১০ টাকা আমার কত বাড়লো?

প্রথমেই আপনার বেতন গ্রেড জেনে নিতে হবে। আপনি বেসিক জানলেও বের করতে পারবেন। ১৫ গ্রেডে ১০ নং ধাপে ২০২৩ সালে ১৫১১০ টাকা দেখতে পাবেন। বেতনের এক গ্রেডের ধাপের সাথে অন্য গ্রেডের ধাপের মিল হয় না ফলে সহজেই বেসিক জানা না থাকলে গ্রেড জানা যায়। আবার গ্রেড জানা থাকলেও সম্ভব্য মূল বেতন বা ধারণাকৃত মূল বেতন হতেও মূল বেতন জানা যায়। আপনার মূলবেতন যদি ১৫১১০ টাকা হয় তবে ১-৭-২০২৪ তারিখে আপনার মূল বেতন দাড়াবে ১৫৮৭০ টাকা। এর সাথে বাড়ি ভাড়া ৪৫% যদি আপনি উপজেলায় কর্মরত থাকেন। মূল বেতন বড়লো ১৫৮৭০-১৫১১০ = ৭৬০ টাকা। বাড়ি ভাড়া বাড়বে ১৫৮৭০*৪৫% = ৭১৪১ টাকা। ২০২৩ সালে মূল বেতন অনুসারে বাড়ি ভাড়া ১৫১১০*৪৫% = ৬৭৯৯ টাকা। তাহলে বাড়ি ভাড়া বাড়লো ৭১৪১-৬৭৯৯ = ৩৪১ টাকা। তাহলে মূলবেতন ও বাড়ি ভাড়া বৃদ্ধি সহ আগামী আগস্ট মাসে ৭৬০+৩৪১ = ১১০১ টাকা বেশি পাওয়া যাবে।

Increment check

ফিক্সেশন কপি ডাউনলোড ভিডিও দেখে নিন

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

3 thoughts on “বেতন ভাতা বৃদ্ধি ২০২৪ । ১ লা জুলাই আপনার বেতন ভাতা কত বাড়লো দেখতে চাইলে পোস্টটি আপনার জন্য

  • সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ে শুধু বাড়ে না বেসরকারি চাকুরিজীবীদের

  • বেসরকারিদেরও বাড়ে। তবে কোম্পানি ভেদে ভিন্ন হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *