বাংলাদেশ ব্যাংক তার ফেসবুক আইডি www.facebook.com/BangladeshBankOfficial এর মাধ্যমে জানিয়ে দিয়েছে নোটিশ জারির মাধ্যমে ব্যাংক আমানতকারীদেরকে ব্যাংকমুখী করার মাধ্যমে নিরাপদ লেনেদেনে উৎসাহিত করার জন্য বার্ষিক ব্যাংক চার্জ কমিয়েছে।
বাংলাদেশ ব্যাংক আমানতকারীদেরকে ব্যাংকমুখী করার মাধ্যমে নিরাপদ লেনেদেনে উৎসাহিত করছে। সে লক্ষ্যে ব্যাংক আমানত রাখার ব্যয় বহুলাংশে হ্রাস করা হয়েছে। সঞ্চয়ী ও চলতি আমানত হিসাবের বিপরীতে একাউন্ট মেইনটেন্যান্স ফি এর হার বর্তমানে নিম্নরূপ:
সঞ্চয়ী হিসাবে ১০,০০০/- (দশ হাজার) টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে একাউন্ট মেইনটেন্যান্স ফি প্রদান করতে হবে না;
সঞ্চয়ী হিসাবে প্রতি ষান্মাসিকে নিম্নবর্ণিত হারে একাউন্ট মেইনটেন্যান্স ফি প্রদেয় হবে:
ক) ১০,০০০ টাকার অধিক কিন্তু ২৫,০০০ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০/- টাকা মাত্র;
খ) ২৫,০০০ টাকার অধিক কিন্তু ২ (দুই) লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা মাত্র;
গ) ২ (দুই) লক্ষ টাকার অধিক কিন্তু ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা মাত্র;
ঘ) ১০ (দশ) লক্ষ টাকার অধিক গড় স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০/- টাকা মাত্র; এবং
চলতি হিসাবে একাউন্ট মেইনটেন্যান্স ফি বাবদ প্রতি ষান্মাসিকে সর্বোচ্চ ৩০০ টাকা মাত্র।
উল্লিখিত হারে একাউন্ট মেইনটেন্যান্স ফিক কর্তন করা হয়েছে কীনা তা প্রত্যেক আমানতকারী ডিসেম্বর, ২০১৯ হতে প্রতি বছর জুন ও ডিসেম্বর ভিত্তিক হিসাব বিবরণী পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন। ব্যাংক কর্তৃক নির্ধারিত হারের চেয়ে বেশি হারে একাউন্ট মেইটেন্যান্স ফি কর্তন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। বর্ণিত সুযোগ গ্রহণ করে সঞ্চয়কারীসহ সকলকে ব্যাংক হিসাব খুলে সঞ্চিত অর্থ ব্যাংকে জমা করার পরামর্শ দেয়া হলো।
আমানত হিসাবের মেইনটেন্যান্স ফি হ্রাস সংক্রান্ত আদেশ টি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
Bank Account Maintenance Fee বছরে ০১ বার কর্তন করিতে হইবে!!
আমি চতুর্থ শ্রেণীর কর্মচারী। আমার চাকরি 12বছর চলে। আমি সেচ্ছায় চাকরি ছেড়ে দিলে 12 বছরের হিসাব অনুযায়ী পেনশন ও অবসর ভাতা সুবিধা পাওয়া যাবে কি
না। যে পেনশন টেবিলের কথা বলছেন সেটি পঙ্গ বা শারিরিক বা মানবিক ভাবে চাকরি করতে অক্ষম হলেই সুবিধা পাওয়া যাবে। সুস্থ্য মানুষ সেচ্ছায় ২৫ বছর পূর্ণ না হলে পেনশনে যেতে পারবে না।