Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

8 thoughts on “জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৫ । সন্তানের নতুন সনদের জন্য কিভাবে আবেদন করবেন জানুন

  • Without any birth document and school certification how to apply for a birth certificate

  • অনলাইনেই আবেদন করা যায়। আপনি প্রিন্ট কপি সহ কিছু একটা ডকুমেন্ট জন্ম তারিখ বিষয়ক জমা দিন হয়ে যাবে। তবে শিশুদের জন্য টিকা কার্ড আবশ্যক।

  • Single mother bacchar jonmo nibondhon kmne korbe..baba r information nay

  • বাবা মায়ের দুজনের ইনফর্মেশন না থাকলেও জন্ম নিবন্ধন করা যায়। জন্ম নিবন্ধন অফিসে যোগাযোগ করুন। তারা ব্যবস্থা করে দিবে। অনলাইনে আবেদন করা যায় না।

  • ১ টি সন্তান
    মা একটি করেছে নানা বাড়ির ঠিকানা দিয়ে
    বাবা একটি করেছে দাদা বাড়ির ঠিকানা দিয়ে

    এখন একটি বাদ দিতে হবে!
    মায়ের টা বাবা বাদ দিতে চাই, দুজনের মধ্যে সম্পর্ক নাই।

  • নানার বাড়ির ঠিকানায় গিয়ে নিবন্ধন বাতিলের আবেদন করুন।

  • ২০০১ সালের পরে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন পড়ে।
    এটা ভূল লিপিবদ্ধ করেছেন।

    ২০১২ সালের পরে যাদের জন্ম তাদের নিবন্ধনের ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন।

  • সংশোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *