পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

BRDB Pension 2024 । সরকারি অনুদান হতে পেনশন ও অবসর সুবিধা?

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মচারী জিপিএফ এর মুনাফা প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত আদেশ অনুসরণ করতে হবে। বিদ্যমান জনবলের অতিরিক্ত কোন জনবল নিয়োগ করা যাবে না। সরকারি বিধি বিধান অনুসারে কোন অতিরিক্ত সুবিধা দাবি করা যাবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখা-৪

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১২৯.০০.০০১.২১.৯১; তারিখ: ১/০৮/২০২১ খ্রি:

বিষয়: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকারি অনুদান হতে পেনশন ও অবসর সুবিধা অব্যাহত রাখা প্রসঙ্গে।

সূত্র: পল্লী উন্নয়ন বোর্ড ও সমবায় বিভাগের পত্র নং: ৪৭.০০.০০০০.০৪৭.৯৯.১৬৯.২০.৫৫ তারিখ: ১০-০৩-২০২১ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পল্লী (বিআরডিবি) এর কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকারি অনুদান হতে নিম্নোক্ত শর্তে পেনশন সুবিধা অব্যাহত রাখার বিষয়ে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়:

শর্তাবলী:

ক) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর পেনশন /আনুতোষিক/প্রদেয় ভবিষ্য তহবিলে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চাঁদার অংশে গঠিত ফান্ড / অন্য কোন ফান্ড এ সঞ্চিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে;

খ) প্রতিষ্ঠানটির সকল ধরনের আয় সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

গ) চাকরিকালীন ছুটি নগদায়ন সুবিধা রহিত করতে হবে;

ঘ) প্রতি অর্থ বছর শেষে বিআরডিবি’র আয় এবং ব্যয়ের বিবরণী অর্থ বিভাগের বাজেট অনুবিভাগে প্রেরণ করতে হবে;

ঙ) চাকুরি বিধিমালা/ প্রবিধানমালা/ পেনশন বিধিমালা সংশোধন করতে হবে;

চ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কর্মচারীদের জিপিএফ এর মুনাফা প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত আদেশ অনুসরণ করত হবে;

ছ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মচারী জিপিএফ এর মুনাফা প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত আদেশ অনুসরণ করতে হবে;

জ) বিদ্যমান জনবলের অতিরিক্ত কোন জনবল নিয়োগ করা যাবে না;

ঝ) সরকারি বিধি বিধান অনুসারে কোন অতিরিক্ত সুবিধা দাবি করা যাব না;

ঞ) তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্কিং ব্যবহার করে বিআরডিবি’র আয় বৃদ্ধি ও দৈনন্দিন ব্যয় অপ্রয়োজনীয় জনবল ক্রমান্বয়ে হ্রাসসহ) হ্রাস করার জন্য Restructuring সংক্রান্ত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বিআরডিবিকে ibas++ এ সংযুক্ত করতে হবে; এবং

ট) পেনশন সংক্রান্ত সকল সরকারি বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে;

(মহাম্মদ রবিউল ইসলাম)

উচ-সচিব

ফোন: ৯৫৪০১৮৮

সরকারি অনুদান হতে পেনশন ও অবসর সুবিধা অব্যাহত রাখা সংক্রান্ত: ডাউনলোড

বিআরডিবি পেনশন

বিস্তারিত এখানে

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *