সরকারি কর্মচারীর ছুটি অফিস প্রধান সার্ভিস বুক দেখে ছুটি জমা আছে কিনা নিশ্চিত হয়ে ছুটি মঞ্জুর করে থাকে কিন্তু নিরীক্ষা অফিস হইতে ছুটির প্রাপ্যতার সনদ না পাওয়া পর্যন্ত কোন গেজেটেড কর্মকর্তার ছুটি মঞ্জুর করা যাইবে না (অনুচ্ছেদ-১)-বিএসআর লীভ রুলস ২০২৪
কর্মকর্তাদের ছুটির হিসাব কে রাখবে? গেজেটেড কর্মকর্তাদের ছুটির হিসাব নিরীক্ষা অফিস সংরক্ষণ করিবে। নন-গেজেটেড কর্মচারীদের ছুটির হিসাব অফিস প্রধান সংরক্ষণ করিবেন অনুচ্ছেদ-(৩)। ছুটি বা ছুটি বর্ধিকরণের প্রতিটি আবেদন কর্মচারীর পরবর্তী উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিতে হইবে অনুচ্ছেদ-(৪)। ছুটি প্রাপ্যতা নির্ধারণে দিনের ভগ্নাংশ হিসাবে অন্তর্ভূক্ত হইবে না। ভগ্নাংশ ১/২ এর কম হইলে তাহা গণনায় বাদ যাইবে। কিন্তু ১/২ বা ইহার অধিক হইলে তাহা ১ দিন হিসাবে গণ্য হইবে অনুচ্ছেদ-(৫)G
কখন মেডিকেল সার্টিফিকেট লাগে? স্বাস্থ্যগত কারণে ছুটি গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফরমে মেডিকেল সার্টিফিকেট দাখিল কারিতে হইবে অনুচ্ছেদ-(৯) ও (১৫)। তিন মাসের অধিক সময়ের ছুটি মঞ্জুরি বা ছুটি বর্ধিতকরণের ক্ষেত্রে সরকারী কর্মচারীকে মেডিকেল বোর্ডের নিকট হইতে নির্ধারিত ফরমে সার্টিফিকেট গ্রহণ করিতে হইবে। অনুচ্ছেদ-১১। ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ ইচ্ছা করিলে সংশ্লিষ্ট কর্মচারীর দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষাপূর্বক মতামত প্রদানের জন্য নির্দেশ দিতে পারেন। এইক্ষেত্রে কর্তৃপক্ষ নিজেই যতশীঘ্র সম্ভব দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিবেন অনুচ্ছে -১৬। অন্ক্ষেয কোন বিশেষ আদেশ না থাকিলে ছুটি মঞ্জুরের তারিখের ৩৫ (পঁয়ত্রিশ) দিনের মধ্যে ছুটি আরম্ভ হইবে অনুচ্ছেদ-৩৪।
সরকারি ছুটি বিধি ২০২৪ । কোন ছুটি কখন শুরু হয়?
ছুটি সংক্রান্ত বিষয়ে বিএসআর পার্ট-১ এর পরিশিষ্ট-৮ তে বর্ণিত বিধান : ডাউনলোড
BANGLADESH SERVICE RULES PART—I
বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট – ১ ও পার্ট – ২ PDF ডাউনলোড করুন।