সরকারি বাজেট জুলাই মাসের বরাদ্দ দেয়া হয় এবং অক্টোবর-নভেম্বর মাসে গত ৩ মাসের ব্যয় অনুসারে সংশোধিত বাজেট প্রস্তুত করা হয়-বাজেট সংশোধন করার নিয়ম ২০২৪
পুনঃউপযােজন বলতে কি বুঝায়? এটা কেন প্রয়ােজন? ও পুনঃউপযােজন : জেনারেল ফাইনানসিয়াল রুলস এর রুল ২(২০) অনুযায়ী পুনঃউপযােজন বলিতে উপযােজনের এক ইউনিট হইতে অন্য ইউনিটে তহবিল স্থানান্তরকে বুঝায়। যখন অবগত হওয়া যায় যে, কোনাে ইউনিটে যে পরিমাণ অর্থ উপযােজন করা হইয়াছে তাহা ঐ ইউনিটে ব্যয় হইবে না কেবল তখনই উপযুক্ত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আদেশ মােতাবেক ইহা মঞ্জুর করা হয়। পুনঃ উপযােজন নির্দিষ্টসংশ্লিষ্ট অর্থ বৎসরের মধ্যেই সম্পন্ন করিতে হইবে। এটা কেন প্রয়ােজন : যখন বরাদ্দকৃত কোনাে খাতের অর্থ নিঃশেষ হইয়া যায় এবং উক্ত খাতের ব্যয় নির্বাহ অতি জরুরী তখন বরাদ্দকৃত অন্য খাতের অর্থ হইতে পুনঃউপযােজনের মাধ্যমে নিঃশেষিত খাতের ব্যয় নির্বাহ করিতে পারে।
পুনঃউপযােজনের শর্তসমূহ
জেনারেল ফাইনানসিয়াল রুলস্-এর রুল-১৫৭ অনুযায়ী বিভিন্ন প্রকারের পনংউপযােজনের উদ্ভব হইতে পারে। এই সমস্ত পুনঃউপযােজনের মঞ্জরী প্রদানের যথাযথ কর্তৃপক্ষ সম্পর্কে নিয়ে বিস্তারিতভাবে উল্লেখ কর।
(১) এই মঞ্জরীর অধীন এক ভােটেড আইটেম হইতে অন্য কে এক ভােটেড আইটেম হইতে অন্য ভােটেড আইটেমে :
(ক) অর্থ বিভাগ একই মঞ্জুরীর অধীন এক ভােটেড আইটেম হইতে অন্য ভােটেড আইটেমে পুনঃ উপযােজনের অনুমােদন প্রদান করিতে পারে।
(খ) আর্থিক ব্যয়ের সহিত সম্পৃক্ত নয় এইরূপ অপারেটিং ইউনিটসমূহের মধ্যে পুনঃউপযােজনের অনুমােদন মন্ত্রীগণ প্রদান করিতে পারেন।
(২) এক মঞ্জুরী হইতে অন্য মঞ্জুরী সম্পৃক্ত এক ভােটেড আইটেম হইতে অন্য ভােটেড আইটেমে পুনঃউপযােজন। সম্পূরক মঞ্জুরী সংসদ কর্তৃক ভােটেড হইতে হইবে এই ক্ষেত্রে অধস্তন কর্তৃপক্ষের পুনঃউপযােজনের কোনাে ক্ষমতা নাই।
(৩) এক দায়যুক্ত আইটেম হইতে অন্য দায়যুক্ত আইটেম : এক অপারেটিং ইউনিট হইতে অন্য অপারেটিং ইউনিটের পুনঃ উপযােজন প্রধান বিচারপতি এবং মন্ত্রীগণ অনুমােদন করিতে পারিবেন। প্রয়ােজন হইলে এক দায়যুক্ত আইটেম হইতে অন্য দায়যুক্ত আইটেমে যেকোননা অনুষ্ঠানিক পুনঃউপযােজনের অনুমােদন অর্থ বিভাগ করিবে।
(৪) এক দায়যুক্ত আইটেম হইতে ভােটেড আইটেমে : সংসদ ব্যতীত ভােটেড আইটেমের বরাদ্দ বৃদ্ধির কোনাে পুনঃউপযােজন গ্রহণযােগ্য নহে।
(৫) ভােটেড খাত হইতে দায়যুক্ত খাতের কোনাে পুনঃউপযােজন গ্রহণযােগ্য নহে, কিন্তু ভােটেড বরাদ্দে উল্লিখিত বিশেষ চিহ্নিত সঞ্চয় যেকোনাে দায়যুক্ত ব্যয়ের বিপরীতে অর্থ বিভাগ সম্পূরক বরাদ্দে অনুমােদন করিতে পারে। তবে এই মমে হইবে যে, ভােটেড মঞ্জুরীর উল্লিখিত ব্যয় এমন সতর্কতার সহিত করিতে হইবে যাহাতে ব্যয়—হ্রাসকৃত বরাদ্দের মধ্যে সীমিত থাকে।
টীকা : পুনঃউপযােজনের ক্ষমতা অধস্তন কর্তৃপক্ষের উপর ন্যস্ত করা হয়। তবে এইরূপ অর্পণের বিষয়টি সরকার কর্তৃক সাধারণ বা নির্দিষ্টভাবে আরােপিত শর্তসমূহের আওতায় কার্যকর হইবে।
আর্থিক যথার্থতার মানদণ্ড কি?
জেনারেল ফাইনানসিয়াল রুলস্ এর রুল – ১০ তে এই সংবিধান নিরূপ : রুল ১০। সরকারী তহবিল হইতে অর্থ ব্যয়ের অনুমতি প্রদান ক্ষমতাপ্রাপ্ত প্রত্যে কর্মকর্তা উক্ত আর্থিক যথার্থতার সনদ দ্বারা হইবেন। এই ক্ষেত্রে যে সকল নীতির উপ সাধারনত গুরুত্ব আরােপ করা হয় তাহা নিম্নরূপ : একজন দূরদর্শনী ব্যক্তি নিজস্ব অর্থ ব্যয়ের ক্ষেত্রে যেরূপ সতর্কতা অবলম্বন করেন, সরকারী কর্মকর্তা অনুরূপ সতর্কতা অবলম্বন করিবেন।
পুনঃউপযােজন বলতে কি বুঝায়? এটা কেন প্রয়ােজন এবং শর্ত সমূহ: ডাউনলোড