বৈধপথে এবং বৈধ ট্রেডিং করা যাবে – কোনভাবেই নিষিদ্ধমুদ্রা ব্যবহার করা যাবে না – Crypto-Foreign Curency ক্রয়-বিক্রয় ২০২২
Crypto-Foreign Curency ক্রয়-বিক্রয় ২০২২ – ভার্চুয়াল সম্পদ (Virtual asset) ও ভার্চুয়াল মুদ্রা (Virtual Currency) লেনদেন এবং তাদের বিনিময়/স্থানান্তর/বাণিজ্য (Exchange/Transfer/Trading) সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন বিদেশী Virtual Asset Service Provider (VASP) তাদের ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে বাংলাদেশে কার্যরত কোন কোন তফসিলি ব্যাংকের গ্রাহক একাউন্ট ও MFS একাউন্ট ব্যবহার করে Virtual currency/Crypto currency, Foreign currency ইত্যাদির লেনদেন, ক্রয়-বিক্রয়, পুনঃবিক্রয়, P2P বিনিময় স্থানান্তর/বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছে।
ভার্চুয়াল সম্পদ (Virtual Asset) ও ভার্চুয়াল মুদ্রা (Virtual Currency) লেনদেন এবং তাদের বিনিময়/স্থানান্তর/বাণিজ্যের (Exchange/Transfer/Trading) সাথে যুক্ত ব্যবসা ও এ সংক্রান্ত যে কোন ধরনের কার্যক্রমে সহায়তা প্রদান হতে বিরত থাকার জন্য ইতোপূর্বে সার্কুলারের মাধ্যমে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের সাথে সম্পৃক্ত স্টেকহােল্ডারদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বারংবার ডিজিটাল লেনদেনে সতর্ক করছে / লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানতে হবে
ভার্চুয়াল সম্পদ (Virtual asset) ও ভার্চুয়াল মুদ্রা (Virtual Currency) লেনদেন এবং তাদের বিনিময়/স্থানান্তর/বাণিজ্য (Exchange/Transfer/Trading) সংক্রান্ত
Caption: Bangladesh Bank Ciruclar
কিপ্টো-কারেন্সি, বিটকয়েন, ফরেক্সে লেনদেন শাস্তিযোগ্য অপরাধ । ডিজিটাল মুদ্রায় বৈদেশিক লেনদেন করো যাবে না
- ডিজিটাল সম্পদ, ভার্চুয়াল মুদ্রা ও বিটকয়েন কেনাবেচা করা যাবে না।
- এ ধরনের লেনদেন পুরোপুরি নিষিদ্ধ।
- কারণ, এর আইনগত কোনো ভিত্তি নেই।
- এসব রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা গেলেও তা থেকে বিরত থাকতে হবে।
ব্যাংক বাদে অন্য কোন পথে লেনদেন করা যাবে কি?
না। বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ কর্তৃক জারিকৃত এফই সার্কুলার নং-২৪, তারিখঃ ১৫/০৯/২০২২-এ প্রদত্ত নির্দেশনা আপনাদের প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এবং শাখাসমূহের দর্শনীয় স্থানে জনসাধারণের বােধগম্য করে প্রদর্শন, প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিত করাসহ আপনাদের যে কোন ট্রেনিং প্রােগ্রামে প্রশিক্ষণার্থীদেরকে সার্কুলারটির বিষয়বস্তু অবহিতকরণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা প্রদান করিল। ইতোপূর্বেও এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।