সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৪.১৩ অনুসারে নিখোঁজ সরকারি কর্মচারীর উত্তোরাধিকারীকে পেনশন/আনুতোষিক ইত্যাদি প্রদান করা যাবে-Desertion Pension For Govt. Staff 2024
৪.১৩ নিখোঁজ সরকারি কর্মচারীর উত্তোরাধিকারীকে পেনশন/আনুতোষিক ইত্যাদি প্রদান
(ক) পেনশন প্রাপ্তির জন্য ন্যূনতম চাকরিকাল সম্পাদন সাপেক্ষে নিখোঁজ সরকারি কর্মচারীর উত্তরাধিকারী/উত্তরাধিকারীবৃন্দ নিকটস্থ থানায় এ সম্পর্কিত জিডি এন্ট্রির অনুলিপিসহ পেনশন প্রাপ্তির আবেদন করিলে প্রশাসনিক কর্তৃপক্ষ ০২ (দুই)টি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে নিখোঁজ হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করিবেন। বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করিবেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৬ (ছয়) মাস অতিবাহিত হইলে উত্তরাধিকারীকে বিধি মোতাবেক পারিবারিক পেনশন মঞ্জুর করা যাইবে।
(খ) পূর্বে পরিশোধিত না হইলে নিখোঁজ হইবার অন্যুন ৩ (তিন) বৎসর পর প্রচলিত আইন অনুযায়ী যোগ্য আদালত কর্তৃক সাব্যস্তকৃত উত্তরাধিকার সার্টিফিকেট দাখিল করা হইলে দেনা-পাওনা সমন্বয় সাপেক্ষে নিখোঁজ সরকারি কর্মচারীর ভবিষ্য তহবিলের স্থিতি, লাম্পগ্র্যান্ট ও আনুতোষিকের অর্থ প্রদান করা যাইবে।
(গ) উপ-অনুচ্ছেদ (ক) মোতাবেক পারিবারিক পেনশন মঞ্জুর শেষে সংশ্লিষ্ট সরকারি কর্মচারি ফিরিয়া আসিলে তিনি নিখোঁজ হইবার পূর্বে অবসরে গমন না করিলেও তিনি পূর্ব চাকরিতে পুর্নবহালযোগ্য হইবেন না।
নিখোঁজ সরকারি কর্মচারীর উত্তোরাধিকারীকে পেনশন/আনুতোষিক ইত্যাদি প্রদান করা যাবে: ডাউনলোড