ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

এলিভেটেড এক্সপ্রেস নির্ধারিত টোল ফি ২০২৪ । ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ন্যূনতম ৮০ টাকা ফি দিতে হবে?

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেইট পর্যন্ত অংশ চালু হওয়ার আগেই সরকার টোল ধার্য করেছে – Dhaka elevated expressway toll rate 2024

এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প ব্যয় কত? – ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প।শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটিই হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প।সংযোগ সড়ক সহএটির দৈর্ঘ্য হবে ৪৬.৭৩ কিলোমিটার এবং ব্যয় হবে ৳১২২ বিলিয়ন টাকা।

সেতু বিভাগের আওতাধীন ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প’-এর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত হতে ফার্মগেট প্ৰান্ত পর্যন্ত অংশের যে কোনো স্থানে উঠা-নামার জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণি এবং টোল হার সর্বনিম্ন ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সরকার।

মাঝারি টাক ৩২০ টাকা

Dhaka elevated expressway toll rate 2023

Dhaka elevated expressway 2024 । নির্মাণ কাজ করছে কোন প্রতিষ্ঠান?

  1. ইতাল-থাই ডেভোলপমেন্ট কর্পোরেশন লিমিটেড $১.০৬২ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে
  2. চায়না রেলওয়ে কন্সট্রাকসন কর্পোরেশন এর সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মানের জন্য।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কবে চালু হবে?

প্রথম ধাপের এয়ারপোর্ট-বনানী রেলস্টেশন পর্যন্ত অগ্রগতি ৫৬ শতাংশ। দ্বিতীয় ধাপের বনানী রেলস্টেশন-মগবাজার ও তৃতীয় ধাপের মগবাজার-চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলমান। ২৫ সেপ্টেম্বর,২০২১ পরীক্ষামূলক পাইলিং উদ্বোধন করা হয়। চলতি মাসেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত হতে ফার্মগেট প্ৰান্ত পর্যন্ত অংশ উদ্বোধন করা হবে।

টোল হার (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে)

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প-এর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত হতে ফামগেই প্রান্ত পর্যন্ত অংশের যে কোন স্থানে উঠা-নামার জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণি এবং টোল হার নিম্নরূপঃ

ক্র. নংযানবাহনের শ্রেণীটোল ফি (টাকা) (ভ্যাটসহ)
কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রাবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম)৮০
সকল ধরনের বাস (১৬ সিট বা এর বেশি)১৬০
মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত)৩২০
ট্রাক (৬ চাকার বেশি)৪০০

Dhaka elevated expressway toll rate 2023 । বাস-ট্রাক উঠা নামা ৮০-৪০০ টাকা টোল দিতে হবে?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *