শিক্ষা ভাতা । পোষাক । রেশন

Education Allowance for Govt. Employee । সরকারি কর্মচারীদের শিক্ষা সহায়ক ভাতা প্রজ্ঞাপন ২০১৫

শিক্ষা সহায়ক ভাতা। Stipend help circular শিক্ষা সহায়ক ভাতা। শিক্ষা সহায়ক ভাতা গ্রহণের সময় খেয়াল রাখতে হবে যাতে স্বামী স্ত্রী দুজনেই গ্রহণ করা না হয়। দুজনেই সরকারি চাকরি করলে শুধুমাত্র একপক্ষ শিক্ষা সহায়ক ভাতা গ্রহণ করতে পারবেন।

একটি সন্তানের জন্য ৫০০/- (পাঁচশত টাকা মাত্র), দুটি সন্তানের জন্য ১০০০/- (এক হাজার) টাকা গ্রহণ করা যাবে প্রতি মাসের বেতনের সাথে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন টি নিম্নরুপ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

Website: www.mof.gov.bd

নং ০৭.১৭৩.০৩১.০২.০০.০৩০.২০১০.৭৯; তারিখ: ১৪/১০/২০১৫ খ্রি:

প্রজ্ঞাপন

সরকার সকল কর্মচারীর জন্য জাতীয় বেতনস্কেল, মোতাবেক “শিক্ষা সহকায় ভাতা” নিম্নোক্ত হারে প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করেছে:

(ক) সকল কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ৫০০/- (পাঁচ শত) টাকা হারে এবং অনধিক ০২ (দুই) সন্তানের জন্য সর্বোচ্চ ১০০০/- (এক হাজার) টাকা “শিক্ষা সহায়ক ভাতা” প্রদেয় হবে।

(খ) স্বামী ও স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যে কোন একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে।

(গ) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র (Enrolment Certificate From the Head of the Institute) এবং জন্ম নিবন্ধন সনদ এর কপি (Copy of Birth Certificate) দাখিল সাপেক্ষে এ ভাতা প্রদেয় হবে। জন্ম নিবন্ধণ সনদ মোতাবেক এ ভাতা ২১ বছর পর্যন্ত (বর্তমানে ২৩ বছর) বয়সী সন্তান / সন্তানেররা প্রাপ্য হবেন।

এ আদেশ ০১/০৭/২০১৬ তারিখ হইতে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

স্বাক্ষরিত/-

(কাজী মাহবুব হাসান)

যুগ্ন-সচিব

শিক্ষা সহায়ক ভাতা প্রজ্ঞাপন-২০১৫ PDF কপি সংগ্রহ করুন: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব

০৫ বছর পূর্ণ না হলে কি শিক্ষা ভাতা পাওয়া যাবে না?

উত্তর: না। আইবাস++ এ জন্ম নিবন্ধন এন্ট্রি দিতে হয় তাই ৫ বছর পূর্ণ হতে হয়।

০৩টি সন্তানের জন্য শিক্ষা ভাতা পাওয়া যাবে না?

উত্তর: না। সন্তান ২ দুই বা ততোধিক হলেও সর্বোচ্চ ২টি সন্তানের জন্য শিক্ষা ভাতা পাওয়া যাবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

6 thoughts on “Education Allowance for Govt. Employee । সরকারি কর্মচারীদের শিক্ষা সহায়ক ভাতা প্রজ্ঞাপন ২০১৫

  • আমি দুই বাচ্চার শিক্ষা ভাতা পেতাম। এখন এক বাচ্চা পড়া লেখা করে।আমার আরেক বাচ্চা এখন পড়া লেখা করলে আমি দুই বাচ্চার শিক্ষা ভাতা পাবো কি???

  • জি পাবেন।

  • ও ক্লাস টু এ পড়ে আমার ছেলের বয়স ৭ আমি কি আমার ছেলের জন্য শিক্ষাপাতা পাব আর আমি কোথায় যোগাযোগ করলে শিক্ষাভাতা পাবো আমাকে একটু জানাবেন দয়া করে

  • যে অফিসে চাকরি করেন সেই অফিসে যোগাযোগ করতে হবে।

  • আমার একজন পরিচিত ডিসেম্বর/24 তার সন্তানদের শিক্ষা ভাতা আইবাসে এন্ট্রি করেছেন। কিন্তু তার সন্তানদের বয়স ডিসেম্বর/23 এ 5 বছর পূর্ণ হয়েছে। এখন কি তিনি জানুয়ারী/24 হতে ডিসেম্বর/24 পর্যন্ত শিক্ষা ভাতা বকেয়া করতে পারবেন?

  • শিক্ষা ভাতা বকেয়া পাওয়া যায় না। ডিসেম্বর/২৪ মাসের বেতন হতেই পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *