আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

Etaxnbr Live Return Submission 2024 । অনলাইনে রিটার্ন দাখিল করার পদ্ধতি দেখুন [লাইভ]

অনলাইনে একজন কর্মচারীর রিটার্ন কিভাবে দাখিল করতে হয় সেটি আমরা দেখে নিব এবং ইনভেস্টমেন্ট থাকলে কিভাবে রিটার্ন দাখিল করতে হয় তা দেখানো হবে – Etaxnbr Live Return Submission 2024

চলতি ২০২৪-২৫ কর বৎসরের রিটার্ণ অনলাইনে দাখিল করুন। অনলাইনে ই-রিটার্ণ দাখিল এখন খুবই সহজ বিষয়, কোন আয়কর এক্সপার্ট ছাড়া বা ট্যাক্স এডভোকেট ছাড়াই এখন টিনধারীগণ রিটার্ণ দাখিল করতে পারবেন। অনলাইনে অগ্রিম আয়কর পরিশোধ, উৎসে কর পরিশোধ ধারীগণ অনলাইনে রিটার্ণ দাখিল করতে পারবেন না। যারা শুধুমাত্র টিনধারী কিন্তু আয়করের আওতায় আসেনি এবং যারা কেবল মাত্র নগদ অর্থ অনলাইনে পরিশোধের মাধ্যমে রিটার্ণ দাখিল করতে চান তাদের জন্য ই-রিটার্ণ

প্রথমে অফলাইনে রিটার্ণটি প্রস্তুত করুন এবং সমস্ত কাগজপত্র হাতে নিয়ে বসে পড়ুন একটি ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে। আপনি যে সকল তথ্য ইনপুট দিবেন তা নিয়েই রিটার্ণ ফরম প্রস্তুত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাই আর কোন ভাবনা চিন্তা নয়, টিন ধারী হয়ে থাকলে অবশ্যই এ বছর আমরা রিটার্ণ দাখিল করবো। টিনধারীর হিসাবে ট্যাক্স অফিসের পত্র পেতে না চাইলে অবশ্যই অনলাইনে হলেও রিটার্ণটি দাখিল করে ফেলুন নিচে টিউটোরিয়া লিংক দেয়া আছে, আপনি একটু চেষ্টার করলেই পারবেন ইনশা-আল্লাহ।

যদি আপনি টিনধারী হয়েও রিটার্ণ দাখিল না করেন তবে আপনাকে গুনতে হবে জরিমানা, পেতে হবে শাস্তি অথবা জেলা জরিমানা একই সাথে হতে পারে তাই তথ্য গোপন না করে দেশের নাগরিক হিসাবে আপনার জিরো রিটার্ণটি ই রিটার্ণের মাধ্যমে আপনি দাখিল করে দিতে পারেন। ই রিটার্ণ দাখিল করতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন: https://etaxnbr.gov.bd/

অফলাইনে রিটার্নের সমস্ত কাগজপত্র সংগ্রহে রাখতে হবে / অনলাইনে রিটার্ন দাখিলে কোন কাগজপত্র জমা দিতে হয় না এবং এগুলো হার্ড কপি পাঠাতে হয় না।

তবে হার্ড কপি সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে এনবিআর তথ্য তলব করলে সমস্ত ফাইল নিয়ে হাজির হতে হবে।

etax certificate

Caption: etaxnbr.gov.bd

Etaxnbr Live Return Submission 2024 । অনলাইনে রিটার্ন দাখিল করলে কি কি ডকুমেন্ট পাওয়া যায়?

  1. প্রাপ্তি স্বীকারপত্র।
  2. রিটার্ন সার্টিফিকেট।
  3. ই রিটার্ন ফাইল।
  4. পেমেন্ট রিসিপ্ট।

রিটার্ন দাখিল করলেই কি টাকা পরিশোধ করতে হবে?

Return form will be filed automatically / E return submission is now automatic and easy to pay. উদাহরণ হিসেবে জিরো রিটার্ন করতে ফি একেক জন চাইলো ৩৫০০টাকা, ২৩৪০টাকা, ২০০০টাকা, ১৫০০টাকা,১২০০টাকা শুধু টাকা আর টাকা। অবশেষে নিজে নিজেই অনলাইনে করে ফেললা। তাই ভয় নয়, নিজেই ট্রাই করে অনলাইনে রিটার্ণ দাখিল করুন।

বিনিয়োগ জনিত কর রেয়াত ২০২৩ । আয়কর রেয়াত বের করার নিয়ম কি?Income Tax Return Form MS Word File Download । ব্যক্তি করদাতার আয়কর রিটার্ণ ফরম সংগ্রহ করুন
Online tax return Submission 2023। অনলাইনে ই রিটার্ণ বা আয়কর দাখিল করার নিয়ম দেখুনউৎসে আয়কর কর্তনের হার ২০২৩-২৪ । ৩% উৎসে আয়কর কর্তন পরিপত্র
 

অনলাইনে কি রিটার্ন দাখিল করা যাচ্ছে?

হ্যাঁ। নতুন আয়কর আইন ২০২৩ জারি হওয়ার পর অনলাইন সার্ভার সে মোতাবেক আপডেট করা সম্পন্ন হয়েছে। আজ থেকে অনলাইনে রিটার্ণ ফরম পূরণ এবং দাখিল করা যাচ্ছে। যাদের সম্পদ ৪০ হাজার টাকা নিচে এবং সরকারি কর্মচারী নয় তারা এখন অনলাইনে এক পৃষ্ঠার ফরম পূরণ করে রিটার্ণ দাখিল করতে পারবেন। ধন্যবাদ

https://reportbd.net/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0/

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *