ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

Etiket Railway gov bd । রেল সেবা টিকিট কাটার নিয়ম ২০২৪

দূরের যাত্রা ট্রেনের মাধ্যমে করাই ভালো নিরাপদ যানবাহন হিসেবে ট্রেনযাত্রা খুবই আনন্দদায়ক এবং গ্রুপ ভিত্তিক এ ধরনের ভ্রমণ করা যায়-আজকে আমরা দেখব ট্রেনের টিকিট অনলাইনে কিভাবে কাটে – Etiket Railway gov bd

প্রথমে কি রেজিস্ট্রেশন করতে হয়? – হ্যাঁ রেজিস্ট্রেশন কাজ প্রথমে সম্পন্ন করতে হয়। এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোবাইলে এসএমএসের মাধ্যমে করা যায় অথবা অনলাইন অ্যাপ এর মাধ্যমে এনআইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে করা যায়। ভালো হয় রেল সেবা অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে নিয়ে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করা। রেজিস্ট্রেশন কাজটি মূলত বা ফেসবুক একাউন্ট খোলার মত এটি খুব সহজ প্রক্রিয়া।

টিকিট কি বুকিং দিতে হয়? রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করে লগইন করতে হয় লগইন করার পরে আপনি আপনার যে যাত্রায় স্থল সেটি এবং গন্তব্যস্থল সেটি সিলেক্ট করার পরে কোন ট্রেনে যেতে চান সিলেক্ট করতে হবে। ট্রেন সিলেক্ট করার পরে আপনার দেখাবে যে সিট এভেলেবল আছে কিনা থাকলে আপনি বুকিং দিবেন বুকিং করার পরে আপনি কোন সিটে বসবেন সেটি সিলেক্ট করতে হবে। অতঃপর confirm করে পেমেন্ট করলে কাজ শেষ। টিকিট কাটার অনলাইন কপি প্রিন্ট করে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।

অনলাইন কপি দিয়েই কি ভ্রমণ করা যাবে? না। অনলাইন প্রিন্টেড কমিটি সাথে নিয়ে কাউন্টারে যেতে হবে। কাউন্টার থেকে আপনাকে অরিজিনাল ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে। ভ্রমণের সময় আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড সাথে রাখুন। প্রিন্টেড কপি জমা দিয়ে আপনাকে অরিজিনাল ট্রেন টিকিট এর কপিটি সংগ্রহ করেও সাথে রাখতে হবে।

অ্যাপ দিয়ে টিকিট কাটতে হবে নাকি ওয়েবসাইটে গিয়েও টিকিট কাটা যায়? আপনি টিকিট কাটতে পারবেন 

ভ্রমণের ঠিক আগ মুহূর্তে অনলাইনে টিকিট পাওয়া যায় না। তাই তিন থেকে চারদিন আগেই অনলাইনে টিকিট কেটে রাখুন অন্যথায় টিকিট পাওয়া যাবে না

Caption: Bangladesh Railway

Train Ticket 2024 । যেভাবে আপনি অনলাইনে টিকিট কাটতে পারেন

  1. প্রথম ধাপ: প্লে স্টোর থেকে রেল সেবা অ্যাপসটি ইনস্টল করতে হবে। তার জন্য মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে রেল সেবা (Rail Sheba ) লেখা মাত্রই রেল সেবা অ্যাপসটি চলে আসবে তারপর সেটি ডাউনলোড/ইনস্টল (install) করতে হবে।
  2. দ্বিতীয় ধাপ: প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপ টি ওপেন করতে হবে। ওপেন করার পর এই অ্যাপসটির একেবারে নিচে তিনটা অপশন লেখা আছে (১) Login (2) Sign up (৩) Forgot Password. একজন নতুন ব্যবহারকারীর জন্য প্রথমে তাকে Sign-up/Registration/ নিবন্ধন করতে হবে।
  3. তৃতীয় ধাপ: Sign up এ ক্লিক করার পর ইউজার রেজিস্ট্রেশন নামে একটি ফরম আসবে ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে মোবাইল নাম্বারও ই-মেইল এড্রেস টি দিবেন এই দুইটি সঠিক এবং সচল থাকতে হবে।
  4. চতুৰ্থ ধাপ: ইউজার রেজিস্ট্রেশন ফরম পূরণ করার সময় যে ই-মেইল এড্রেসটি আপনি দিয়েছেন সেই ই-মেইল এড্রেস এ একটি ই-মেইল ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে আপনাকে আপনার মেইল এড্রেসে প্রবেশ করে ওই লিংকে ক্লিককরে ই-মেইল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ।
  5. Registration Complete Welcome to Bangladesh Railway ইনফরমেশন আপডেটঃ যেহেতু বাংলাদেশ রেলওয়েতে টিকিট কাটতে হলে এন আই ডি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে রেল সেবা অ্যাপস এর সেটিংস এ গিয়ে ইনফরমেশন আপডেট করতে হবে। এ এন আইডি, ডেট অফ বার্থ আপডেট করে দিলেই কাজ শেষ । এখন আপনি অ্যাপস এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন

০১টি জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি টিকিট কাটা যাবে??

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে ৪ টি টিকিট সংগ্রহ করা যাবে। ১টি এন আইডি দিয়ে সপ্তাহে ২ বার টিকিট নেয়া যাবে। মনে করুন, আপনার ফ্যামিলির বা বন্ধুবান্ধব মিলে ৪ জন এক সাথে ভ্রমণ করবেন সেক্ষেত্রে আলাদা আলাদা পরিচয়পত্র লাগবে না। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে ৪ টি টিকিট সংগ্রহ করা যাবে। এটি মূলত ফ্যামিলি ভ্রমণের ক্ষেত্রে করা হয়েছে। বন্ধু-বান্ধব একত্রে ভ্রমণের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে টিকিট ক্রয় করাই ভালো।

অনলাইনে রেল টিকিটমোবাইলেই টিকিট কাটা যায়টিকিট কাটা এখন খুব সহজ
বিকাশ পেমেন্ট করা যায়ভিসা কার্ড দিয়েও কাটা যায়অবশ্যই এনআইডি লাগবে
অরিজিনাল এন আইডির সাথে রাখুনভ্রমণের বেশ কিছুদিন আগেই টিকিট কাটুনঅনলাইনেই টাকা পরিশোধ করুন

বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২৪ । ঘরে বসে টিকিট কাটতে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *