সরকারি কর্মচারী ব্যক্তিগত ভ্রমণের জন্য সাধারণ এত দীর্ঘ দিনের ছুটির আবেদন করে না। অথবা কর্তৃপক্ষও দীর্ঘ দিনের ব্যক্তিগত ছুটি মঞ্জুর করে না। নিজের অথবা বাচ্চার চিকিৎসার জন্য জিও হওয়ার পর নিম্নেউল্লেখিত আবেদনপত্র নমুনা অনুসরণ করা যেতে পারে।
বরাবর,
প্রকৌশলী
বাংলাদেশ বেতার,
সাভার, ঢাকা।
বিষয়ঃ ভারতে পবিত্র আজমীর শরীফ জিয়ারতের উদ্দেশ্যে ভারত ভ্রমনের জন্য দপ্তর ত্যাগের অনুমতি প্রসঙ্গে।
সূত্রঃ ১৫.৫৩.৮-৯; তারিখঃ ১০/০৬/২০১৮ খ্রি: (অফিস আদেশ জিও)
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, সূত্রে উল্লেখিত অফিস আদেশের মাধ্যমে আমাকে প্রকৃত যাত্রার তারিখ থেকে ০১ মাস ১৫ দিনের (৪৫ দিন) অর্জিত ছুটি মঞ্জুরীসহ ভারত ভ্রমনের অনুমতি প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত)। প্রেক্ষিতে আমি আগামী ৩১/১০/২০১৮ ইং তারিখ ভারতে পবিত্র আজমীর শরীফ জিয়ারতের এবং অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমনের জন্য ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে ইচ্ছুক। সদয় অবগতি ও অফিস ত্যাগের জন্য আবেদন করছি।
অতএব, মহোদয় সমীপে আবেদন আমাকে অনুগ্রহ পূর্বক অফিস ত্যাগের অনুমতিসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
আপনার অনুগত,
তারিখ:২৯/০৭/২০১৯ইং।
(আব্দুল জলিল)
প্রধান সহকারী
বাংলাদেশ বেতার
ঢাকা।