বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

Expensive Area bd 2025 । গাজীপুর জেলা ব্যয়বহুল হিসেবে বাড়ি ভাড়া ও ভ্রমণ ভাতা কি বেশি?

সরকার গাজীপুর জেলাকে বিশেষ ক্যাটাগরীর জেলায় উন্নীত করায় ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলার শহর এলাকার জন্য বাড়ী ভাড়ার হার অন্যান্য স্থানের চেয়ে ৫% অধিক এবং দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে ৩৩% অধিক নির্ধারণ করা হয়েছে-Expensive Area bd 2025 

গাজীপুর জেলা ব্যয়বহুল হিসেবে বাড়ি ভাড়া ও ভ্রমণ ভাতা কি বেশি? হ্যাঁ, গাজীপুরের মতো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটের মতো মেগাসিটির তুলনায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটের বাড়ি ভাড়া ও ভ্রমণ ভাতা সাধারণত বেশি হয়। বাংলাদেশে, কর্মীদের আবাসন খরচ মেটানোর জন্য নিয়োগকর্তা বাড়ি ভাড়া ভাতা প্রদান করেন। বাংলাদেশ বেতন প্রক্রিয়া অনুসারে, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫০% বা মাসিক ২৫,০০০ টাকা, যেটি বেশি হয়। বাড়ি ভাড়া ভাতা করমুক্ত। বাংলাদেশে, করমুক্ত আয়ের মধ্যে নগদে প্রদত্ত পরিবহন (সর্বোচ্চ ৩০,০০০ টাকা)ও অন্তর্ভুক্ত। অফিস এবং ব্যক্তিগত উদ্দেশ্যে গাড়ি সুবিধার ক্ষেত্রে (মূল বেতনের ৫ শতাংশ অথবা ৬০,০০০ টাকা)ও করমুক্ত। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি অধিশাখা-৩

www.mof.gov.bd 

নং-০৭.১৭৩.০২২.১৪.০২.০০.০০৫.২০১১-৩০(২০০) তারিখ:০১ ফেব্রুয়ারী, ২০১১

অফিস স্মারক 

বিষয়: ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলায় বাড়ী ভাড়া ও ভ্রমণ ভাতার হার নির্ধারণ।

নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, সরকার গাজীপুর জেলাকে বিশেষ ক্যাটাগরীর জেলায় উন্নীত করায় ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলার শহর এলাকার জন্য বাড়ী ভাড়ার হার অন্যান্য স্থানের চেয়ে ৫% অধিক এবং দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে ৩৩% অধিক নির্ধারণ করা হয়েছে।

২। অর্থ বিভাগের এ সংক্রান্ত আদেশসমূহ উপরােক্ত মর্মে সংশােধিত হয়েছে বলে গণ্য হবে। 

৩। এ বিধান অবিলম্বে কার্যকর হবে।

খলিল আহমদ

উপ-সচিব 

ফোন-৭১৭০১৭৪

 

ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলায় বাড়ী ভাড়া ও ভ্রমণ ভাতার হার নির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *