সরকারি চাকরিতে যোগাদানের সময় বেশ কিছু কাগজপত্রাদি প্রয়োজন পড়ে – যোগদানপত্র ছাড়াও, অঙ্গিকারনামা, শিক্ষাগতযোগ্রতা ও ফিটনেট সনদ লাগে – চাকরিতে প্রথম যোগদানের নিয়ম ২০২৪
যোগদানের প্রয়োজনীয় কাগজপত্র– চাকরিতে যোগদানের কাগজপত্র পূর্ব হতেই কম্পিউটারে কম্পোজ করে বা টাইপ করে রেডি রাখতে হয়। চাকরি হওয়া অফিস হতে প্রিন্ট বা প্রস্তুত না করে নিজে বাহিরে থেকে সেগুলো রেডি করে নিয়ে যাওয়াই ভাল। তবে যেসকল কাগজপত্র সংযুক্তি হিসেবে দিতে হয় তার তালিকা জানা থাকলে ভাল হয়। যদিও নিয়োগপত্রে কিছু নির্দেশনা দেওয়া থাকে কিন্তু তা সামান্যই। নতুন চাকরিতে যোগদানের যোগদান পত্রের নমুনা।
হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ০২/১১/২০২২খ্রি. তারিখের স্মারক নং- ০৭.০৩.০০০০.০০২.১৭.০০১.২২-১২৮১ এর মাধ্যমে “কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়ােগপত্র ডাকযােগে স্থায়ী ঠিকানা বরাবর প্রেরণ করা হয়েছে। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীগণকে আগামী ০৭/১১/২০২২খ্রি. তারিখ হতে ১৭/১১/২০২২খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে যােগদান সংক্রান্ত তথ্যাদি ও নির্দেশনা অনুসরণপূর্বক হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের প্রশাসন-২ শাখায় যােগদানের জন্য আদিষ্ট হয়ে অনুরােধ করা হলাে। উল্লেখ্য যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যােগদানের নিমিত্ত নিয়ােগপত্রের ডুপ্লিকেট কপি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে।
সরকারি চাকরির নিয়োগপত্র পাওয়ার পর একজন প্রার্থীর কাজ হচ্ছে তিনি একটি যোগদানপত্র লিখবেন। পূর্বে কোন কাজে যোগদান না করে থাকলে যোগদান পত্র লিখতে তাকে হিমশিম খেতে হয়। ঠিক কিভাবে যোগদানপত্র লিখতে হবে এবং আদো যোগদানপত্র অর্থাৎ প্রথম লেখা ডকুমেন্ট যদি সঠিক না হয় তবে কর্মস্থলে ইমেজ নষ্ট হয়ে যাবে। নিচের নমুনা অনুসরণ করে আপনি যোগদানপত্র লিখতে পারবেন। নতুন চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম ২০২৪
সরকারি চাকরিতে যোগদানের আবেদনপত্র যেভাবে লিখবেন / প্রথম চাকরিতে যোগদানের আবেদন পত্র লেখার নিয়ম ২০২৪
প্রথম যোগদানের ক্ষেত্রে আবেদন পত্র কম্পিউটারে লিখিত বা নিজ হাতে লিখিত হতে পারে।
Caption: Papers for first joining Download Sample
প্রথম চাকরিতে যোগদানের প্রয়োজনীয় ডকুমেন্ট ২০২৪। যে সকল কাগজপত্র যোগদানের সময়ে লাগে
- নিয়োগপত্র হাতে লিখিত বা কম্পিউটারে টাইপ করা হলে ভাল হয়।
- শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের মূলকপি।
- অঙ্গীকারপত্র।
- ৯ম গ্রেড বা তদুর্ধ পর্যায়ের গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র।
- নিজ ব্যবস্থাধীনে সিভিল সার্জন/সরকারি স্বাস্থ্যকেন্দ্র কর্তৃক শারীরিক যােগ্যতা সম্পর্কে মেডিকেল সার্টিফিকেট।
- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বাের্ড অথবা ক্ষেত্র বিশেষ তৎকর্তৃক মনােনীত মেডিকেল অফিসার কর্তৃক প্রার্থী মাদকাসক্ত কিনা তা পরীক্ষা সংক্রান্ত (ডােপ টেস্ট) সনদ।
- যৌতুক সংক্রান্ত ঘােষণাপত্র।
- নিয়ােগপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি।
যোগদানের সময় কি অরিজিনাল কপি দেখাতে হয়?
হ্যাঁ। কর্তৃপক্ষ চাইলে আপনার মূল ডকুমেন্ট দেখতে চাইতে পারে। তাছাড়া সংশিষ্ট দপ্তরে আপনি একাধিক ফটোকপির সাথে মূল কপিও বহন করবেন। তবে মূল কপি জমা রাখতে হবে না। তবে বেশ কিছু স্বশাসিত প্রতিষ্ঠানে মূল সার্টিফিকেট জমাও রাখে। যা হোক সাধারণত মূল কপি জমা দিতে হয় না।
চাকরিতে প্রথম যোগদানের নিয়ম ২০২২ । সিজিএ নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের নির্দেশাবলী : নমুনা ডাউনলোড
Govt Job Joining Letter Sample । নতুন চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম ২০২৪