সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনের ভিত্তি ২০২৪ । দাপ্তরিক কাজের দায়িত্ব পালনে কি কি নীতি অনুসৃত হবে?

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কালে আপনি যে রুলসগুলো অনুসরণ করবেন সে বিষয়ে সরকার সুষ্পষ্ট একটি নির্দেশনা জারি করেছে-সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনের ভিত্তি ২০২৪ 

সরকার কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্থাপন মন্ত্রণালয়, শাখা-ডি৩, নং সম/ডি৩-২০/৮৪-১৭০ তারিখ: ২৬/৬/১৯৮৪ সালে একটি সার্কুলার জারির নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। একজন সৎ নিষ্ঠাবান ও প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নিচের প্রতিটি বিধি আপনার অনুসরণ করা দায়িত্ব ও কর্তব্য।

০১। অর্পিত দায়িত্ব সম্পর্কে মনোযোগী হওয়া।
০২। চাকুরীর রীতি-নীতি মেনে চলা।
০৩। কর্মক্ষেত্রে কর্মোপযোগী পরিবেশ বজায় রাখা।
০৪। কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা।
০৫। কাজ সম্পাদনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ এবং আন্তরিক হওয়া।
০৬। যে কাজ সম্পাদন করা হচ্ছে সময়ে সময়ে তা পর্যালোচনা করা।
০৭। অফিসে সময়মত উপস্থিত হওয়া।
০৮। গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিয়ে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করা।
০৯। কর্মকর্তা হিসেবে মাথা ঠান্ডা রেখে অফিসে কাজ করা।
১০। কারও ব্যক্তিগত জীবনের বিষয়কে অফিসের সাথে সম্পৃক্ত না করা।
১১। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করা।
১২। পরিদর্শনের কাজকে যথাযথ গুরুত্ব দেয়া।
১৩। প্রতিটি কাজে মাত্রাজ্ঞান রাখা।
১৪। দাপ্তরিক কাজের গোপনীয়তা রক্ষা করা।
১৫। নতুন কর্মস্থলে সময়মত যোগদান করা।
১৬। দায়িত্ব গ্রহণের সময় কাজের পরিধি সম্পর্কে জ্ঞাত হওয়া।
১৭। অসমাপ্ত কাজের তালিকা প্রণয়ন ও সমাধানের উদ্যোগ গ্রহণ করা।
১৮। প্রশাসনিক শৃংখলা রক্ষায় সর্বদা সতর্ক থাকা।
১৯। Chain of Command এর বিষয়ে নিজে শ্রদ্ধাশীল হওয়া ও অপরকেও উৎসাহিত করা।
২০। যে কোন সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে অহেতুক তাড়াহুড়া না করা।
২১। দাপ্তরিক চিঠিপত্র স্বাক্ষরের জন্য উর্ধ্বতন কর্মকর্তার নিকট নির্ভুলভাবে উপস্হাপন করা।
২২। কর্মচারীদের মধ্যে কোন অসন্তোষ বিরাজ করল তা সুষ্ঠুভাবে সমাধানের চেষ্টা করা।
২৩। অফিসে বিলম্ব হলে উপযুক্ত কারণ ব্যাখ্যা করা।
২৪। দক্ষ ও সৎ কর্মীকে পুরস্কৃত করা।
২৫। টীম এর মনোভাব নিয়ে কাজ করা।
২৬। সহকর্মীদের কাজের গঠনমূলক সমালোচনা করা।
২৭। সুস্পষ্ট ভাষায় আদেশ দান করা।
২৮। সরকারী পত্র লেখার ক্ষেত্রে যথাযথ ভাষা প্রয়োগ করা।
২৯। নাতিদীর্ঘ পত্র লেখা।
৩০। চিঠিতে প্রাপকের নাম ও ঠিকানা সঠিকভাবে লেখা।
৩১। দেশের ভিতর ভ্রমন হলে ভ্রমণসূচী পূর্বে জানানো।
৩২। অফিসের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রদর্শন করা।
৩৩। অফিসের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রদর্শন করা ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *