মনে করি, জনাব ইকরামুল হক একজন উচ্চমান সহকারী তিনি গত ১৫-০১-২০১৪ সালে চাকুরিতে যোগদান করেন। জনস্বার্থে তাকে ০১-০১-২০১৭ তারিখ হতে ১৫-০১-২০১৭ খ্রি: তারিখ পর্যন্ত ১৫ দিন শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুর করা হয়েছে। ছুটি শেষে তিনি যথারীতি কাজে যোগদান করেন। ১৬-০৪-২০১৮ পর্যন্ত চাকরি করলে তার কতদিন ছুটি জমা আছে?
সফটওয়্যারটি ব্যবহার করে আমরা দেখতে পাই
- পূর্ণ গড় বেতনে ০০ বছর ০৪ মাস ০৫ দিন।
- অর্ধ গড় বেতনে ০০ বছর ০৪ মাস ০৯ দিন।
এই সফটওয়্যারটিতে আরও দেখতে পারবেন মোট ভোগকৃত ছুটির পরিমান এবং সকল ধরনের ছুটির হিসাব। আপনি চাইলে একটি স্টেটমেন্ট প্রিন্ট করে রাখতে পারেন।
আপনি প্রথমে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন তারপর আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে Open করুন: ডাউনলোড লিংক
উপরের লিংকটি কাজ না করলে আপনি এই লিংক থেকে সফটওয়ারটি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
আসুন প্রথমে আমরা ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিই যা আপনাকে হিসাব এন্ট্রি দিতে সাহায্য করবে।
সফটওয়্যার ও টিউটোরিয়াল ক্রেডিট: Humayun Kabir
বি:দ্র: কর্মকাল এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ছুটির আগ পর্যন্ত ক্লোজিং ডেট দেখাতে হবে। ছুটির স্থানে শুরু এবং শেষ ছুটি এন্ট্রি করতে হবে। কর্মকাল এন্ট্রির ক্ষেত্রে ছুটি শেষের তারিখের পরের দিন হতে কর্মকাল এন্ট্রি করতে হবে।
younusrt@gmail
চাকুরী স্থায়ীকরণ না হলে অর্জিত ছুটি প্রাপ্য হবেন কিনা? এ সংক্রান্ত আদেশ যদি থাকে দয়া করে মেইলে দেবার জন্য অনুরোধ রইল।
পাবেন। ছুটি বিধিমালায় এ রকম কোন নির্দেশ নেই যে চাকরি স্থায়ীকরণ না হলে অর্জিত ছুটি পাবেন না।