সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সম্পদের হিসাব ২০২৪ । আগামী ২০/১১/২০২৪ তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশ?

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কি পরিমাণ সম্পদ হিসাব বর্হিভূত রয়েছে তা জানতে নিয়োগকারী কর্তৃপক্ষ সময়ে সময়ে নির্দেশনা জারি করে – অবৈধ সম্পদ অর্জনে হুশিয়াতেই মূলত সম্পদের হিসাব নেয়া হয় – সম্পদের বিবরণী দাখিলের নির্দেশনা ২০২৪

সরকারি সম্পদের হিসাব কেন নিচ্ছে? জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারী কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সরকারি কর্মচারীকে নির্ধারিত ফরমেট (ছক ‘ক’, ‘খ’ ও ‘গ) মোতাবেক সরকারের নিকট ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে দাখিল করতে হবে মর্মে নির্দেশনা প্রদান করেছে।

আবার নতুন তারিখ ধার্য্য কেন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী সরকারের নিকট দাখিলের নিমিত্ত প্রণয়নকৃত ফরমেট (ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’) মোতাবেক আপনার অনুবিভাগ/দপ্তরে কর্মরত প্রথম শ্রেণীর কর্মকর্তাদের (৯ম গ্রেড এবং তদূর্ধ্ব) সম্পদ বিবরনী একত্রিত করে প্রশাসন-৩ শাখায় এবং ১০ম গ্রেড হতে ২০তম গ্রেড পর্যন্ত কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর সম্পদ বিবরনী একত্রিত করে প্রশাসন-৪ শাখায় আগামী ২০/১১/২০২৪ তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ভূমি অফিসের কর্মচারীদেরও দাখিল করতে হবে?– হ্যাঁ। সব অফিসের কর্মকর্তা/কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। সহকারী কমিশনার (ভূমি) এর সম্পদের হিসাব নিয়মিত দাখিল করতে হয়। তাই সহকারী কমিশনার (ভূমি) এর তথ্য ব্যতীত অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। সাধারণ সরকার কয়েক বছর অন্তর অন্তর সরকারী কর্মচারীদের সম্পদের হিসাবের পার্থক্য যাচাই করে থাকে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা বিভাগে কর্মরত কানুনগাে, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, প্রসেস সার্ভার, অফিস সহায়ক, চেইনম্যান এবং নিরাপত্তা প্রহরীসহ উপজেলা ভূমি/রাজস্ব সার্কেল অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারীদের {সহকারী কমিশনার (ভূমি) ব্যতিত} সম্পদের হিসাব বিবরণী সংযুক্ত ছক মােতাবেক ভূমি মন্ত্রণালয়ে প্রেরণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

শুধু সম্পদের হিসাব দিলেও কি হবে?/ না স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাবের সাথে দিতে হবে ঋণের তথ্যও

স্থাবর ও অস্থাবর সম্পত্তি কি? আমরা প্রায়ই “সম্পত্তি” শব্দটি ব্যবহার করি। কিন্তু সম্পত্তি আসলে দুই প্রকারের হয়ে থাকে: স্থাবর এবং অস্থাবর। এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য হলো এদের স্থানান্তরযোগ্যতা। যে সম্পত্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না, তাকে স্থাবর সম্পত্তি বলে। উদাহরণ: জমি, বাড়ি, ফ্ল্যাট, বাগান, দোকান ইত্যাদি। অস্থাবর সম্পত্তি হচ্ছে যে সম্পত্তি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে স্থানান্তর করা যায়, তাকে অস্থাবর সম্পত্তি বলে। উদাহরণ: গাড়ি, মোটরসাইকেল, অলঙ্কার, ব্যাংকের জমা, শেয়ার, বন্ড, বীমা পলিসি ইত্যাদি।

Govt. Asset Statement Form 2024 । সম্পদ বিবরণী কত তারিখের মধ্যে দাখিল করতে হবে?

Caption: Full Form Download Link । Word File Download (Editable)

সরকারি চাকরি আইন ২০১৮ । সরকারি কর্মচারীর অনুসরণীয় নীতি, আচরণ, শৃঙ্খলা, ইত্যাদি

  • সরকারি কর্মচারীগণের অনুসরণীয় নীতি ও মানদণ্ড প্রণয়ন
  • নিয়মিত উপস্থিতির ব্যত্যয়ে বেতন কর্তন
  • আচরণ ও শৃঙ্খলা
  • বিভাগীয় কার্যধারা
  • দণ্ড
  • ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি
  • আপিল
  • রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয়
  • পুনর্বিবেচনা (review)
  • পুনঃরীক্ষণ (revision)
  • বরখাস্তকৃত কর্মচারীর পুনরায় নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা
  • সাময়িক বরখাস্ত
  • বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিবার কারণে চাকরির অবসান

সরকারি কর্মচারীদের আচরণ সংক্রান্ত নতুন আইন জারি হয়েছে না?

হ্যাঁ হয়েছে। সরকারি চাকরি আইন-২০১৮ এর আওতাভুক্ত কর্মকর্তাগনের সরকারি কর্মচারী (আচরন) বিধিমালা ১৯৭৯ অনুযায়ী সম্পদ বিবরনী দাখিল ও স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হয়। এছাড়াও সরকারি চাকরি আইন  ২০১৮ অনুসারে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়ন্ত্রণ করা হয়। সরকারি কর্মচারী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকের জন্য সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়া আইনগত বা নৈতিক দায়িত্ব হতে পারে। এটি দুর্নীতি প্রতিরোধে ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করে। আয়কর বা অন্যান্য করের হিসাব করার ক্ষেত্রে সম্পদের বিস্তারিত তালিকা প্রয়োজন হয়।নিজের সম্পদের সঠিক হিসাব রাখার মাধ্যমে ব্যক্তিরা ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে পারেন। বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ইত্যাদি আইনি প্রক্রিয়ায় সম্পদের হিসাব বিবরণী প্রয়োজন হতে পারে।

সম্পদের বিবরণী দাখিল সংক্রান্ত : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *