গ্রেড বলতে মূল (স্থায়ী) পদের গ্রেড অথবা টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রাপ্ত পদের গ্রেড কিনা সে বিষয়ে বিভিন্ন দপ্তরে অষ্পষ্টতা পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে গ্রেড বলতে মূল (স্থায়ী) পদের গ্রেডকেই বুঝানো হয়েছে মর্মে জানানো যাচ্ছে-Govt. Haor Vata Bangladesh
কত গ্রেড হতে হাওড় ভাতা পাওয়া যায়? ষোড়শ গ্রেড ১ হাজার ৮৬০ টাকা। সপ্তদশ গ্রেড ১ হাজার ৮০০ টাকা। অষ্টাদশ গ্রেড ১ হাজার ৭৬০ টাকা। ঊনবিংশ গ্রেড ১ হাজার ৭০০ টাকা এবং বিশতম গ্রেডের কর্মচারীরা ১ হাজার ৬৫০ টাকা হারে ভাতা পাবেন। সরকারি পে স্কেল ২০১৫ অনুযায়ী সকল পদেই হাওড় ভাতা পাওয়া যায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
www.cga.gov.bd
স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.৫০.১৩৩.৬৭; তারিখ: ২৫/০৬/২০২০
অফিস আদেশ
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, প্রবিধি অনুবিভাগ এর ০৫/০৫/২০১৯ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫.৪৮ নং প্রজ্ঞাপনে ১৬ (ষোল)টি উপজেলায় কর্মরত কর্মচারীগণকে মাসিক হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানে সরকারী সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ভিত্তিক ভাতার পরিমাণ নির্ধারিত হয়েছে। গ্রেড বলতে মূল (স্থায়ী) পদের গ্রেড অথবা টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রাপ্ত পদের গ্রেড কিনা সে বিষয়ে বিভিন্ন দপ্তরে অষ্পষ্টতা পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে গ্রেড বলতে মূল (স্থায়ী) পদের গ্রেডকেই বুঝানো হয়েছে মর্মে জানানো যাচ্ছে।
এমতাবস্থায়, অর্থ মন্ত্রণালয়ের ০৫/০৫/২০১৯ খ্রি: তারিখের ৪৮ নং প্রজ্ঞাপনে মূল পদের গ্রেড অনুযায়ী প্রাপ্য ভাতা পরিশোধের জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।
(কামরুন্নেছা)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)
ফোন: ৯৩৫৬৫০১
মূল পদের গ্রেড অনুযায়ী হাওড় ভাতা প্রদানের নির্দেশ: ডাউনলোড
হাওড় ভাতা, দ্বীপ ভাতা ও চর ভাতা কি একই? হ্যাঁ। মন্ত্রিপরিষদ বিভাগের ১৮/০২/২০১৯ তারিখের 04.00.0000.512.35.011.17.76 নং প্রজ্ঞাপন মোতাবেক হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে মাসিক নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক ০৫/০৫/২০১৯ তারিখে ০৭.00.0000.173.41.027.15.৪৮ নং প্রজ্ঞাপন জারী করে। সে অনুযায়ী বর্ণিত উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মচারী মাসিক নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা গ্রহণ করছে। পরবর্তীতে মন্ত্রিপরিষদের একই তারিখ ও স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী উল্লিখিত ১৬টি উপজেলায় কর্মরত স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণকে মাসিক নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক 26/01/2022 তারিখে ০৭.০০.০০00.173.41.027.15.1১ নং স্মারকে নতুন ১টি প্রজ্ঞাপন জারী করে এবং প্রজ্ঞাপনের ০২ নং প্যারায় হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত উপজেলাসমূহের স্থায়ী বাসিন্দাগণ নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন উক্ত ভাতা প্রাপ্য হবেন না মর্মে উল্লেখ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উল্লিখিত প্রজ্ঞাপনের আলোকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত উপজেলাসমূহে কর্মরত সকল সরকারি কর্মচারীগণ (উপজেলার স্থায়ী বাসিন্দাসহ) সরকার নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রাপ্য হবেন কিনা সে বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের মতামত গ্রহণপূর্বক অত্র অধিদপ্তরকে অবহিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।