সরকারি পেনশনযোগ্য চাকুরীতে ঘাটতি মওকুফকরণের নিয়ম- ছয় মাস বা তাহার কম পেনশনযোগ্য চাকরিতে ঘাটতি পড়িলে তাহা অবশ্যই মওকুফ করিতে হইবে। ছয় মাসের বেশি কিন্তু এক বৎসরের কম পেনশনযোগ্য চাকুরীতে ঘাটতি পড়িলে নিম্নবর্ণিত ছুটির শর্তে উহা মওকুফ করা যাইতে পারে।
ক) যদি সরকারি কর্মচারীকে এমন পরিস্থিতিতে অবসর গ্রহণ করিতে হয় যাহার উপর তাহার কোন নিয়ন্ত্রণ না থাকে ও
খ) কর্মচারীর চাকুরী যদি উৎকর্ষ হয়।