PRL Not Applicable 2025 । যে প্রকার অবসরের ক্ষেত্রে অবসর উত্তর ছুটি পাবে না
অবসর উত্তর ছুটি (Post Retirement Leave, PRL) হলো সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ ধরনের ছুটি, যা তারা তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর ভোগ করতে পারেন। এই ছুটি মূলত তাদের অবসর জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হয়-PRL Not Applicable 2025
অবসর উত্তর ছুটি ১ বছর? হ্যাঁ। সরকারি কর্মচারীরা তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর, নির্দিষ্ট সময়ের জন্য এই ছুটি নিতে পারেন। এই ছুটিকালে কর্মচারীরা তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পান। অবসর উত্তর ছুটির মেয়াদ সাধারণত এক বছর হয়ে থাকে। সরকারি চাকরিজীবীদের জন্য এই ছুটি মঞ্জুরীর নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, যা বিভিন্ন সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই ছুটি কাজে লাগিয়ে অবসর জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণের মতো কাজে লাগানো যেতে পারে। অবসর উত্তর ছুটি (PRL) এবং অবসর প্রস্তুতিমূলক ছুটি (LPR) এর মধ্যে পার্থক্য হলো, LPR হলো চাকরির মেয়াদকালে অবসর গ্রহণের আগে নেওয়া ছুটি, আর PRL হলো চাকরির মেয়াদ শেষ হওয়ার পর নেওয়া ছুটি।
গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর অধীনে অবসর গ্রহণকারী কর্মচারীগণ উক্ত আইনের ৭ ধারার অধীনে অবসর উত্তর ছুটি প্রাপ্য। নিম্নোক্ত প্রকার অবসর উক্ত আইনের আওতাধীন অবসর না হওয়ায় নিম্নোক্ত প্রকার অবসরের ক্ষেত্রে অবসর-উত্তর ছুটি প্রাপ্য নয়:-
(ক) অক্ষমতাজণিত অবসরগ্রহণের ক্ষেত্রে;
- Bustabit Gambling – The Perfect Online Game in Bangladesh
- Crazy Time – The Rules for a Successful Bangladesh Game
- সরকারি কর্মচারীদের প্রতিবাদ কর্মসূচি ২০২৫ । চাকরি অধ্যাদেশ সংশোধন ও ৫০% মহার্ঘ ভাতার দাবীতে ২০ জুন জাতীয় প্রেস ক্লাবে?
- মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫ । সরকারি কর্মচারীগণ ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চায়?
- IBAS++ Help Number 2025 । যে কোন সমস্যা সমাধানের কল অথবা ইমেইল করুন
(খ) পদ বিলুপ্তির কারণে অবসরগ্রহণের ক্ষেত্রে; এবং
(গ) সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর অধীনে শাস্তিস্বরূপ বাধ্যতামূলক অবসরদানের ক্ষেত্রে।