নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

Govt. Monthly Facilities Cut Down 2024 । অর্জিত ছুটি কাটালে কি বেতন থেকে কোন ভাতা কর্তন হয়?

সরকারি কর্মচারীদের বছরে ৪৮ দিন ছুটি জমা হয়- যে কোন সময় এ ছুটি ভোগ করা যায়- অর্জিত ছুটিতে বেতন থেকে যে ভাতাগুলো কর্তন করা যাবে-Govt. Monthly Facilities Cut Down 2024

সরকারি গড় বেতনের ও অর্ধ গড় বেতনের ছুটিকালে ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, অপ্যায়ন ভাতা/আপ্যায়ন খরচ (টিফিন ভাতা), অর্ডারলি ও ছুটির মেয়াদ ১ মাসের অধিক হলে সরকারী খরচে পত্রিকার সুবিধা প্রাপ্য নয়। (No.ED(Reg-IV)-202/83-39 Date: 10-5-85; অম/অবি(ব্যস্ত-২)/ভাতা-১০/৯৮/১৭৪ তারিখ: ০৯-০৯-১৯৯৮ ইং

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: মানে অর্জিত ছুটি নিলেই মাসিক বেতনের সাথে যাতায়াত এবং টিফিন ভাতা পাওয়া যাবে না?
  • উত্তর: না, পাওয়া যাবে না।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “Govt. Monthly Facilities Cut Down 2024 । অর্জিত ছুটি কাটালে কি বেতন থেকে কোন ভাতা কর্তন হয়?

  • আমার 30 দিনের বহি বাংলাদেশ ছুটির অনুমোদন রয়েছে আমি কি স্বাভাবিক প্রতিমাসে বেতন পাব আমার অফিস স্টাফের সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *