সরকারি কর্মচারীদের মধ্যে মহিলারা মা হওয়ার সময় ৬ মাস ছুটি পেয়ে থাকেন। যদিও পুরুষের জন্য প্যাটারনিটি লিভের কোন আইন হয়নি। একাধিকবার এমন আলোচনা আসলেও পিতা হওয়ার জন্য কোন ছুটি পাশ হয়নি-সিজার বা নরমাল ভাবে মা হতে গেলে চাকরিজীবনে ২ বার মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়-সন্তান হওয়ার ছুটি ২০২৪
প্রসূতি ছুটি। –
(১) কোন কর্মচারীকে পূর্ণ গড় বেতনে সর্বাধিক ৬ (ছয়) মাস পর্যন্ত প্রসূতি ছুটি মঞ্জুর করা যাইতে পারে এবং উহা তাহার পাওনা ছুটি হইতে বাদ দেওয়া যাইবে না।
(২) প্রসূতি ছুটি মঞ্জুরির অনুরোধ কোনো নিবন্ধিত চিকিৎসক কর্তৃক সমর্থিত হইলে, উপযুক্ত কর্তৃপক্ষের বিবেচনার মতে কর্মচারীর প্রাপ্য অন্য যে কোনো ছুটির সহিত একত্রে বা সম্প্রসারিত করিয়া মঞ্জুর করা যাইতে পারে।
(৩) কর্পোরেশনের চাকরি জীবনে কোনো কর্মচারীকে ২ (দুই) বারের অধিক প্রসূতি ছুটি মঞ্জুর করা যাইবে না।
- বিসিএস সার্ভিস পুনর্গঠন প্রস্তাব ২০২৫ । সরকারি চাকরি থেকে ক্যাডার শব্দটি কি বাদ দেওয়া হবে?
- সংস্কার কমিশন রিপোর্ট ২০২৫ । সরকারের রাষ্ট্র মেরামতের ০৬টি কমিশনের রিপোর্ট দেখে নিন
- Festival Allowance Arrear After Suspension Withdraw 2025 । বিশেষ ক্ষেত্রে উৎসব ভাতা বকেয়া উত্তোলন করা যাইবে।
- Bank Charge for salary Account in Bangladesh । সরকারি স্যালারি ব্যাংক একাউন্টে মেইনটেইন্স চার্জ কত কাটে?
- ব্যাংক ফান্ড ট্রান্সফার সিডিউল ২০২৫ । মানি ট্রান্সফারের নতুন সূচী ৩ দিনের জন্য কার্যকর?
মাতৃত্বকালিন ছুটি কোন প্রকার ছুটি হতে বিয়োগ হয় না এ সংক্রান্ত বিধিটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর:
- প্রশ্ন: তিন বার কি এ ছুটি নেয়া যায়?
- উত্তর: না।
- প্রশ্ন: অর্জিত ছুটি হতে কি এ ছুটি বিয়োগ হবে?
- উত্তর: না।