সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বাতিল করে বহুল প্রতিক্ষিত গেজেট যার জন্য চাকরি প্রত্যাশীগণ আন্দোলন করে আসছিল-সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ দাবী করলেও সরকার ৩২ মেনে নিয়ে গেজেট জারি করেছে– Govt. Recruitment Max Age Gazette 2024
কোন কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য? সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণকল্পে প্রণীত অধ্যাদেশ প্রযোজ্য হইবে। যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংবিধিবন্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় আদেশ জারি করবে। যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন।
তিন বারের বেশি বিসিএস উত্তীর্ণ হওয়া যাবে না? যাবে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে অনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (ব্যাস, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিন বার অবতীর্ণ হতে পারবে- এরূপ বিধি সংযোজন করবে।
বিসিএস কি? বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস। এটি বাংলাদেশের সরকারি চাকরির সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পদগুলোর একটি। বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হওয়া মানে বাংলাদেশের প্রশাসনিক, আইনগত, অর্থনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের সেবা করার সুযোগ পাওয়া। বিসিএস ক্যাডার হিসেবে সমাজে একটি বিশেষ মর্যাদা পাওয়া যায়। দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগ। বিসিএস ক্যাডার হিসেবে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল কর্মজীবন গড়ার সুযোগ। প্রতিযোগিতামূলক বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা। বিসিএস ক্যাডার হতে হলে একটি কঠিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা পাস করতে হয়। এই পরীক্ষায় সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা এবং অন্যান্য বিষয়ের উপর প্রশ্ন থাকে।
গেজেট নাকি অধ্যাদেশ? অধ্যাদেশই গেজেট আকারি জারি হয়েছে। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা- স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হইবে।
শুধু বিসিএস এর ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য? না। সরকারি সকল চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হইবে। উপদেষ্টা পরিষদ-বৈঠকে নিম্নরুপ আলোচনার মাধ্যমে উক্ত অধ্যাদেশটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর নির্ধারিত হবে।
Caption: Full pdf download Link
সরাসরি নিয়োগের বয়সসীমা ২০২৪ । সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩২ করেই গেজেট জারি করা হয়েছেh
- বাংলাদেশ সিভিল সার্ভিস এর সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ (বত্রিশ) বৎসর;
- বাংলাদেশ সিভিল সার্ভিস এর আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ (বত্রিশ) বৎসর;
- স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা “৩০ (ত্রিশ)” বা “অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বৎসর” উল্লেখ রহিয়াছে, সর্বত্র উক্ত বয়সসীমা “৩২ (বত্রিশ) বৎসর” প্রতিস্থাপিত হইবে;
- প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালা বহাল থাকিবে।
কবে থেকে কার্যকর?
ইহা অবিলম্বে কার্যকর হইবে। তার মানে ইহা ১৮ নভেম্বর ২০২৪ তারিখ হতেই কার্যকর হয়েছে। আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, প্রবিধানমালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্ৰাধান্য পাইবে। এই অধ্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে।
চাকরির বয়স ৩২ | পেনশন ৫৯ | চাকরিযোগ্য পেনশন ২৫ বছর |
স্বেচ্ছায় পেনশন ২৫ বছর পূর্তিতে | কোটা বাতিল | মুক্তিযোদ্ধা কোটা ৫% শুধু সন্তানদের জন্য |
মেধা কোটা ৯৩% |