ফর্ম I আবেদনপত্র । নমুনা

Govt Staff Earn leave form bd । কর্মচারীদের অর্জিত ছুটির আবেদন ফরম (নমুনা)

সরকারি কর্মচারীদের জমাকৃত গড় বেতনে বা অর্ধ গড় বেতনের অর্জিত ছুটি হতে ছুটি কাটাতে যথাযথ ফরমে আবেদন করতে হয়। নিম্নে আবেদন ফরম যুক্ত করা হলো। কর্মচারীদের অর্জিত ছুটির ফরম।

নমুনা: ১

অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর
বাংলাদেশ বেতার
কবিরপুর, সাভার, ঢাকা।
ছুটির আবেদন (নন-গেজেটেড কর্মচারী)
১। আবেদনকারীর নাম           :
২। পদবী               :
৩। বেতন               :
৪। প্রার্থীত ছুটির ধরণ ও সময়কাল       :
৫। যে কারণে ছুটি         :
৬। ছুটিকালীন ঠিকানা            :
তারিখ:                    খ্রি:
………………….
আবেদনকারীর স্বাক্ষর
অফিস প্রতিবেদন
ছুটির ধরণ
মোট প্রাপ্য ছুটি
প্রার্থীত ছুটি
অবশিষ্ট ছুটি
নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশ
বছর
মাস
দিন
বছর
মাস
দিন
বছর
মাস
দিন
আবেদনকৃত ছুটি বিধি মোতাবেক মঞ্জুর করা হইল।
তারিখ:
..…………………..
উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর

নমুনা: -২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।
অর্জিত ছুটির দরখাস্ত
১।    দরখাস্ত কারীর নাম ও পদবী               :
২।    কোন বিধি অনুযায়ী ছুটি চান                :     ১৯৫৯ইং।
৩।    অফিস / শাখা                   :     বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।
৪।    বর্তমান মূল বেতন                :
৫।    নিয়োগের তারিখ                 :    
৬।    ছুটির প্রকার                    :
৭।    কোন তারিখ হইতে কতদিন ছুটি চান            :
৮।    কি কারণে ছুটি চান                     :
৯।    কোন তারিখে শেষ ছুটি হইতে আসিয়াছেন        :
দরখাস্ত কারীর স্বাক্ষর
১০।   উপরস্থ অফিসারের সুপারিশ                :
                     তারিখ               :
                                     স্বাক্ষর —————————————————-
                                     পদবী —————————————————–   
১১।   অডিট অফিসারের রিপোর্ট            :
                   তারিখ           :
                                     স্বাক্ষর —————————————————-
                                     পদবী —————————————————–
১২।   পাওনা ছুটির হিসাব : বৎসর গড়-বেতনে(                  মাস                           দিন
     (অসুস্থ্যতার জন্য) আধা-গড় বেতনে————————————————————————————-।
১৩।   ——————— তারিখ হইতে —————————– তারিখ পর্যন্ত ————————————– দিন
গড় বেতনে/আধা-গড়বেতনে ——————————— মাস —————————————— দিন ছুটি পাওনা আছে।
স্বাক্ষর ———————————
পদবী ———————————
১৪।   ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের আদেশঃ
স্বাক্ষর ———————————
পদবী ———————————

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: শুধু ফরম পূরণ করে জমা দিলেই হবে?
  • উত্তর: না, সাথে দপ্তর প্রধান বরাবর একটি আবেদন দিতে হবে। হাতে বা কম্পিউটারে লিখলেই হবে।
  • প্রশ্ন: অর্জিত ছুটির মঞ্জুরী পূর্বে নিতে হয় নাকি পরে?
  • উত্তর: অফিসকে জানিয়ে পূর্বে নিলেও হয়, পরে নিলেও হয়। পরে নিলে ভূতাপেক্ষ মঞ্জুরী করাতে হয়। অন্যদিকে গুরুতর অসুস্থ্য হলে সাধারণত ছুটি কাটিয়ে এসে মঞ্জুরী করাতে হয়।

অর্জিত ছুটির ফরমের JPG কপি প্রিন্ট করে নিতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “Govt Staff Earn leave form bd । কর্মচারীদের অর্জিত ছুটির আবেদন ফরম (নমুনা)

  • ছুটির ভোগের নিয়ম ও অর্জিত ছুটির হিসাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *