Alamin Mia
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।
Share This Post:


১) সরকারি চাকরিতে স্টেশন লিভের বিধান কী???
২) এ ব্যাপের কোনো বিধিমালা আছে কী?
৩) স্টেশন লিভ নিয়ম ভংগ করলে তার শাস্তি কী হতে পারে?
দপ্তর প্রধানের অনুমতি নিয়ে স্টেশন লিভ করতে হবে। শাস্তি বিভিন্ন হতে পারে সর্বোচ্চ বিধি লঙ্গনের দায়ে সাময়িক বরখাস্তও হতে পারেন।