জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১১ নং হইতে ২০ নং গ্রেডের কর্মচারীগণ মাসিক ২০০ (দুইশত) টাকা টিফিন ভাতা প্রাপ্য হইবেন, তবে যে সকল কর্মচারী তাঁহাদের প্রতিষ্ঠান হইতে লাঞ্চ ভাতা অথবা বিনামূল্যে দুপুরের খাবার পান তাঁহাদের ক্ষেত্রে এই টিফিন ভাতা প্রযোজ্য হইবে না-Govt. Tiffin and Updown Allowance 2025
জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১১ নং হইতে ২০ নং গ্রেডের বেসামরিক কর্মচারীর ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় কর্মস্থল হইলে তিনি ১ জুলাই ২০১৬ তারিখ হইতে মাসিক ৩০০ (তিনশত) টাকা হারে যাতায়াত ভাতা প্রাপ্য হইবেন।
প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য গাড়ি ক্রয় ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রনীত নীতিমালা, সর্বশেষ সংশোধনীসহ, প্রযোজ্য হইবে।
টিফিন ভাতা কোন গ্রেডের কর্মচারী পান । টিফিন ভাতা মাসিক ২০০ টাকা এবং যাতায়াত ভাতা মাসিক ৩০০ টাকা মাত্র
সকল জাতীয় পে স্কেল গেজেট (১৯৭৩-২০১৫)