জিপিএফ অগ্রিম উত্তোলন নিয়ম ২০২৫ । জিপিএফ থেকে সর্বোচ্চ কত টাকা অগ্রিম দেওয়া যায়?
জিপিএফ (সাধারণ ভবিষ্য তহবিল) থেকে অগ্রিম হিসেবে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ব্যালেন্স উত্তোলন করা যায়। তবে, এই অগ্রিম পরিশোধের জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়– জিপিএফ অগ্রিম উত্তোলন নিয়ম ২০২৫
অগ্রিম উত্তোলনের নিয়ম কি? কর্মচারীর সঞ্চিত অর্থের ৭৫% পর্যন্ত অগ্রিম হিসেবে উত্তোলন করা যেতে পারে। অগ্রিম উত্তোলনের জন্য নির্দিষ্ট ফরম পূরণ করে অফিসের প্রধানের কাছে জমা দিতে হয়। অগ্রিম আদায়ের জন্য সমান সংখ্যক মাসিক কিস্তিতে অর্থ পরিশোধ করতে হয়। কিস্তি সংখ্যা সাধারণত ১২টির কম হবে না, তবে ২৪/৩৬ এর বেশি হতে পারে। তবে সর্বোচ্চ ৪৮ কিস্তিতে প্রস্তাবিত অগ্রিমের অর্থ পরিশোধ করা যাবে। গৃহ নির্মাণের জন্য, জিপিএফ থেকে অগ্রিম হিসেবে জমাকৃত মোট অর্থের ৮০% পর্যন্ত নেওয়া যেতে পারে।তবে, এই ক্ষেত্রে অগ্রিম পরিশোধের জন্য জীবন বীমা পলিসির স্বত্ত্ব নিয়োগ সম্পাদন করতে হয়। সরকার যদি বিশেষ বিবেচনা করে, তাহলে জিপিএফ ব্যালেন্সের ৭৫% পর্যন্ত অগ্রিম দেওয়া যেতে পারে।
জিপিএফ জমার উপর কত পারসেন্ট মুনাফা পাওয়া যায়? সাধারণত জিপিএফ এর সুদের হার বর্তমানে ১৩% যদিও সরকার প্রতি বছর তা পুন:নির্ধারণ করে থাকে। বৎসরের মাঝখানে জিপিএফ এর টাকা কমানো বা বাড়ানো যায় না। আইবাস++ এ সুবিধায় এখন বছরের যে কোন সময় চাঁদা হ্রাস বৃদ্ধি করা যায়। ১ বছরে সর্বোচ্চ ২টি অগ্রিম নেওয়া যায়, তবে প্রথম অগ্রিম গ্রহণের সময় সব অর্থ না নিলে দ্বিতীয় অগ্রিম নেওয়ার সুযোগ থাকতে পারে। কর্মচারী তার জমাকৃত অর্থের উপর সর্বোচ্চ ৩টি অগ্রিম গ্রহণ করতে পারে। যদি একজন কর্মচারী ৫২ বছর পূর্ণ করেন, তাহলে তিনি অনূপেক্ষিত অগ্রিম হিসেবে টাকা নিতে পারবেন।
মূল বেতনের কত শতাংশ পর্যন্ত কিস্তি হিসেবে নেয়া যায়? জিপিএফ (সাধারণ ভবিষ্য তহবিল) থেকে অগ্রিম উত্তোলনের নিয়ম হলো, আপনি আপনার মূল বেতনের ২৫% পর্যন্ত অগ্রিম নিতে পারেন। যদিও এ নিয়ম সেভাবে প্রতিপালিত হয় না। এই অগ্রিম পরিশোধ করতে হবে ৪৮টি কিস্তিতে, ধারাবাহিকভাবে। আপনি আপনার মূল বেতনের ২৫% পর্যন্ত জিপিএফ থেকে অগ্রিম নিতে পারেন, তবে সর্বনিম্ন ৫% নিতে হবে। অগ্রিম পরিশোধের জন্য আপনাকে সর্বোচ্চ ৪৮টি কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে। অগ্রিম উত্তোলনের পর, অগ্রিম বাবদ যে টাকা জমা থাকবে, সেই টাকার উপর আর কোনো সুদ পাবেন না।
জিপিএফ থেকে লোন নেওয়ার নিয়ম । জিপিএফ কিস্তি ও অগ্রিমের সর্বোচ্চ পরিমান ২০২৫
কি কি কারণে জিপিএফ থেকে টাকা তোলা যায়? আপনার জিপিএফ স্থিতি থেকে উত্তোলিত টাকা সমন্বয় করা হবে। অগ্রিম নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আপনি বিভিন্ন ব্যক্তিগত কারণে জিপিএফ থেকে অগ্রিম নিতে পারেন, যেমন – চিকিৎসা খরচ, শিক্ষা খরচ, গৃহ নির্মাণ ইত্যাদি। জিপিএফ থেকে অগ্রিম নেওয়ার জন্য, আপনার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। জিপিএফ থেকে সর্বোচ্চ কত টাকা অগ্রিম দেওয়া যায়, তা আপনার মূল বেতনের উপর নির্ভর করে। আপনার মূল বেতনের ২৫% পর্যন্ত অগ্রিম নিতে পারেন।
Caption: gpf rules bd pdf download
জিপিএফ সংক্রান্ত তথ্য ২০২৫ । কত বছর বয়স হলে টাকা উত্তোলনের পর আর ফেরত দিতে হয় না?
- ভবিষ্য তহবিলে যোগদানের যোগ্যতা কি? উত্তর : একজন সরকারি কর্মচারী চাকুরীর মেয়াদ ২ বৎসর পূর্ণ হওয়ার পর এই তহবিলে যোগদান করা বাধ্যতামূলক। তবে একজন সরকারী কর্মচারী ইচ্ছা করলে ২ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেও তহবিলে যোগদান করতে পারবেন।
- ভবিষ্য তহবিলের নমিনি/মনোনয়ন কি? উত্তর : চাঁদাদাতা তার পরিবারের সদস্য নয়, এমন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনয়ন করতে পারবনে না। চাঁদাদাতা যদি অবিবাহিত হন, তবে পিতা/মাতা/ভাই/বোনকে মনোনয়ন করতে পারবেন। তবে উক্ত কর্মচারীর পরিবার হওয়ার সংগে সংগে পরিবার বহির্ভূত ব্যক্তিকে মনোনয়ন দান সংক্রান্ত মনোনয়ন পত্র আপনা হইতে বাতিল হয়ে যাবে।
- চাঁদার হার কত? উত্তর : মূল বেতনের সর্বোচ্চ ২৫% সর্বনিম্ন ৫%।
- নমিনি পরিবর্তন করা যায় কিনা ? উত্তর : নমিনি পরিবর্তন করা যায় তবে পরিবারের সদস্যের নামে নমিনি থাকলে, বিবাহ করার পর স্বয়ংক্রিয়ভাবে স্ত্রীর নামে নমিনি হয়ে যায়।
- সুদের হার কত ? উত্তর : বর্তমানে জিপিএফ এর সুদের হার ১৩%।
- অগ্রিম কতবার নেয়া যায় ? উত্তর : ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৪টি অগ্রিম নেয়ার সুযোগ আছে। তবে ৫২ বৎসর পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রিম এর ক্ষেত্রে নির্দিষ্ট নেই।
- অগ্রিম কিভাবে মঞ্জুর করা হয় ? উত্তর : আবেদনকারী জিপিএফ অগ্রিম এর আবেদন করলে ডেলিগেশন ফিন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ অগ্রিম মঞ্জুর করেন।
- অগ্রিম উত্তোলনের নিয়মাবলী ? উত্তর : প্রথমে অগ্রিম উত্তোলনের জন্য স্ব-অফিসে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরী ইস্যু করে জিপিএফ অগ্রিমের বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করলে, হিসাবরক্ষণ অফিস ব্যক্তির নির্দ্দিষ্ট জিপিএফ একাউন্টস এর পৃষ্টায় নোট উল্লেখ পূর্বক পরিশোধ করেন।
- অগ্রিম বাবদ গৃহিত অর্থ চালানে জমা দেয়া যায় কিনা? উত্তর : অগ্রিম বাবদ গৃহিত অর্থ চালানে জমা দেয়া যায় না। বেতন হতে কিস্তির মাধ্যমে আদায় করা হয়।
- অগ্রিম উত্তোলন করলে সুদ পাবে কিনা ? উত্তর : অগ্রিম উত্তোলন করলে অগ্রিম উত্তোলিত টাকা জিপিএফ স্থিতি হতে সমন্বয় হবে। যে মাসে অগ্রিম উত্তোলন করেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে উত্তোলিত টাকায় কোন সুদ প্রাপ্য হবেন না।
- অগ্রিম উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাব গণ্য হবে কিনা ? উত্তর : অগ্রিম উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাবে গণ্য হবে।
- একই সঙ্গে একই হারে চাঁদা কর্তন করলেও যিনি অগ্রিম গ্রহণ করেছেন তার স্থিতি কমে যায় কেন ? উত্তর : উত্তোলিত অগ্রিম জিপিএফ স্থিতি হতে বিয়োগ হয় বিধায় স্থিতি কমে যায়।
- বৎসরের মাঝখানে জিপিএফ এর টাকা কমানো বাড়ানো যায় কি না ? উত্তর : বৎসরের মাঝখানে জিপিএফ এর টাকা কমানো বাড়ানো যায় না। তবে বিশেষ প্রেক্ষিতে বৎসরের মাঝখানে টাকা কমানো বাড়ানো যায়।
জিপিএফ চূড়ান্ত উত্তোলনের প্রক্রিয়া কি?
জিপিএফ চূড়ান্ত উত্তোলনের জন্য ৬৬৩ নং ফরম পূরণপূর্বক আবেদনকারী চূড়ান্ত উত্তোলনের জন্য আবেদন করবেন। স্ব-স্ব কর্তৃপক্ষ আবেদনের ভিত্তিতে হিসাবরক্ষণ অফিস কর্তৃক চূড়ান্ত উত্তোলনের অথরিটি ইস্যু করার জন্য পত্র জারী করবেন। হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর সমুদয় জিপিএফ হিসাবের সুদ ও আসল নির্ণয়পূর্বক অথরিটি ইস্যু করেন। উক্ত অথরিটির ভিত্তিতে স্ব স্ব সরকারি কর্তৃপক্ষ চূড়ান্ত পরিশোধের নিমিত্তে মঞ্জুরীসহ বিল হিসাবরক্ষণ অফিসে দাখিল করেন। অতপরঃ হিসাবরক্ষণ অফিস জিপিএফ চূড়ান্ত বিল পরিশোধ করেন।
ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণের জন্য আবেদনের ফরম ডাউনলোড | জিপিএফ সংক্রান্ত তথ্য | |