জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

GPF Calculation by AG Office । এজি অফিস যে সূত্রগুলো ব্যবহার করে জিপিএফ মুনাফা নির্ণয় করে

প্রতি বছরই জিপিএফ স্লীপ হিসাবরক্ষণ অফিস হতে জুলাই বা আগস্ট মাসের শেষের দিকে সংগ্রহ করতে হয়। সংগৃহীত জিপিএফ স্লীপের হিসাবটি ঠিক আছে কিনা তা কোন অভিজ্ঞ লোক দিয়ে নিরীক্ষা করাতে হয়। আর কারও কাছে গিয়ে সঠিকতা যাচাই করতে হবে না। আসুন জেনে নিই এজি অফিস কি সূত্র ব্যবহার করে জিপিএফ স্লিপের হিসাব করে। 

প্রথমেই দেখবো যদি ফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করে না থাকে

উদাহরণ-১।

ধরি কামাল নামে একজন সরকারি কর্মচারির হিসাব নম্বর রেডিও/৮৭, উক্ত ব্যক্তির ২০১৮-১৯ অর্থ বছরের পূর্বের অর্থ বছর ২০১৭-২০১৮ অর্থ বছরে জের ছিল ২,৮৮,১৩৮/-। উক্ত জেরটি ২০১৮-১৯ অর্থ বছরে এসে প্রারম্ভিক জের হিসাব দেখানো হবে। 

#প্রারম্ভিক জের ২,৮৮,১৩৮/-

#বৎসরে প্রতি মাসে সমহারে ৪,০০০/- করে কর্তন করে ৪৮,০০০/- টাকা জমা করেছেন।

#বৎসরে সুদ হবে ২,৮৮,১৩৮ টাকার ১৩% অর্থাৎ ৩৭,৪৫৭ টাকা। ক্রমান্বয়ে প্রতি মাসে জমাকৃত ৪৮,০০০ টাকাকে ১৩ দিয়ে ২বার গুণন করে ২৪০০ দ্বারা ভাগ দিয়ে মুনাফা নির্ণয় করতে হবে যা ৩৩৮০ টাকা। মোট মুনাফা দাঁড়াবে ৪০,৮৩৭ টাকা।

# বৎসরে প্রত্যাহার -নাই।

জের হবে: ৩,৭৬,৯৭৫ টাকা মাত্র।

আসুন এজি অফিসের স্বাক্ষরিত একটি জিপিএফ স্লীপের নমুনা কপি দেখে নিই: ডাউনলোড

উপরোক্ত আলোচনা হতে জানতে পারলাম যে, সরল সুদ ১৩% হারে ২,৮৮,১৩৮*১৩% = ৩৭৪৫৭ টাকা এবং ক্রমবর্ধমান মুনাফার বের করতে ৪৮,০০০*১৩*১৩/২৪০০ = ৩৩৮০ টাকা মাত্র।

উদাহরণ -০২।

রহিমের পূর্বের স্থিতি পূর্বের স্থিতি ৪৯,৯৭৮ টাকা, মাসিক কর্তন ১৫০০ টাকা। অগ্রিম উত্তোলন করেন নাই। বছরান্তে তার হিসাব।

চলতি বছরের সুদ = (১৫০০*৭৮*১৩)/১২০০ = ১২৬৭.৫০ টাকা এবং পূর্বের স্থিতির সুদ = ৪৯,৯৭৮*১৩% = ৬,৪৯৭.১৪ টাকা।

বছরান্তে মোট সুদ ৭,৭৬৪.৬৪ টাকা, পূর্বের স্থিতি ৪৯,৯৭৮ টাকা, বৎসরে জমা ১৫০০*১২ = ১৮০০০ টাকা। জের ৭৫,৭৪২.৬৪ টাকা। ছক নিম্নরূপ।

প্রারম্ভিক জেরবৎসরের জমাবৎসরের সুদবৎসরের প্রত্যাহারজের
৪৯,৯৭৮.০০১৮,০০০.০০৭,৭৪২.৬৪৭৫,৭৪২.৬৪

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

6 thoughts on “GPF Calculation by AG Office । এজি অফিস যে সূত্রগুলো ব্যবহার করে জিপিএফ মুনাফা নির্ণয় করে

  • ধরুণ, আমি প্রতিমাসে ২,০০০/= হারে মাসিক চাঁদা কর্তন করি এবং ২০১৯-২০ অর্থবছরে অগ্রিম ৩৫,০০০/- উত্তোলন করি এবং উত্তোলনের। প্রতি মাসে ১০০০/- কর্তন করি।কর্তনকৃত এই ১০০০ টাকার বৎসরান্তে ১২,০০০/- টাকা হলো। ২০২০-২১ অর্থবছরে প্রতিমাসে জমাকৃত অংশের সাথে চলতি মুনাফা পাব কি না?
    ১২X ২,০০০=২৪,০০০
    ১২X১,০০০=১২,০০০
    অর্থাৎ ১২,০০০+২৪,০০০=৩৬,০০০/= টাকার মুনাফা পাব কিনা?

  • অবশ্যই পাবেন।

  • জিপিএফ এর অগ্রিম কিস্তি পরিশোধ করা যাবে কিনা।

  • না। এখন সর্বোচ্চ ২টি কিস্তি একসাথে পরিশোধ করতে পারবেন। তবুও সেক্ষেত্রে পুনরায় মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট হতে অনুমোদন নিতে হবে।

  • জি পি ফ এর ডিপোজিট শ্লিপ অনলাইনে পাওয়া যায় কি না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *