GPF Final Payment- এর আগে আনুতােষিক প্রদান করা হলে iBAS'” সিস্টেমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারীকে পেনশনার হিসাবে দেখাতে হয়, যার ফলে GPF Final Payment করার সময় iBAS” সিস্টেমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারীকে Employee- হিসাবে আর পাওয়া যায় না। এখন থেকে সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের GPF Final Payment- এর পূর্বে কোনক্রমেই আনুতোষিক প্রদান করা যাবে না মর্মে আদিষ্ট হয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
নং-০৭.০৩.০০০০.০০৩.০৯.১৯৫(খন্ড-২).১৪.৪৬০ তারিখঃ ১৭/০১/২০২২ খ্রি
অফিস আদেশ
বিষয়ঃ GPF Final Payment- এর পূর্বে আনুতােষিক প্রদান না করা প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
২। সাম্প্রতিক কালে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অধীনস্ত বিভিন্ন হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীর GPF Final Payment- এর আগে আনুতােষিক প্রদানের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। কোন কর্মকর্তা/কর্মচারীকে GPF Final Payment- এর জনা IBAS” সিস্টেমে Employeeহিসাবে থাকা বাধ্যতামূলক। অপরদিকে, সরকারি কর্মকর্তা/কর্মচারী অবসর গ্রহনের পর সরকারি আদেশ অনুযায়ী তার সর্বশেষ বেতনের উপর এককালীন বাবদ আনুতােষিক পেয়ে থাকেন। GPF Final Payment- এর আগে আনুতােষিক প্রদান করা হলে iBAS'” সিস্টেমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারীকে পেনশনার হিসাবে দেখাতে হয়, যার ফলে GPF Final Payment করার সময় iBAS” সিস্টেমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারীকে Employee- হিসাবে আর পাওয়া যায় না। এখন থেকে সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের GPF Final Payment- এর পূর্বে কোনক্রমেই আনুতোষিক প্রদান করা যাবে না মর্মে আদিষ্ট হয়ে নির্দেশনা প্রদান করা হলাে।
(কাজী কাইয়ুম হােসেন)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব-১)
ফোন:৪৯৩৪৯৮৪৪
GPF Final Payment- এর পূর্বে আনুতােষিক প্রদান না করার নির্দেশনা: ডাউনলোড