GPF টাকা বন্টনের নিয়ম ২০২৫ । জিপিএফ অর্থ রেখে মারা গেলে যে ব্যক্তিগণ উহা প্রাপ্য হবে।
পরিবার বর্হিভূত কোন ব্যক্তি বা ব্যক্তিবগ্যের অনুকূলে মনোনয়ন প্রদান করা হলে মনোনয়ন পত্রে বর্ণিত হারে প্রাপ্য হবে। (বিধি-২১, জিপিএফ বিধিমালা, ১৯৭৯) । সাধারণ ভবিষ্য তহবিলের অর্থ উত্তোলনের পূর্বে চাঁদা দাতা মারা গেলে নিম্নোক্ত ব্যক্তিগণ উহা প্রাপ্য হবে-
১. যদি পরিবার থাকে:
(ক) যদি পরিবারের সদস্য/ সদস্যদের অনুকূলে মনোনয়ন থাকে তবে মনোনয়ন মোতাবেক প্রাপ্য হবে।
(খ) যদি কোন মনোনয়ন না থাকে তবে সমুদয় অর্থ অথবা যদি কোন অংশ বিশেষের মনোনয়ন থাকে তবে উক্ত অংশ পরিবারের সদস্য সদস্য সমহারে প্রাপ্য হবে। তবে পরিবারের অন্য কোন একজন সদস্য থাকলেও নিম্নোক্ত সদস্য উহা প্রাপ্য হবে না:
(এ) শারীরিক বা মানসিকভাবে অক্ষম নয় এবং জীবন ধারণেও অসমর্থ নয়, এমন প্রাপ্ত বয়স্ক পুত্রগণ;
(বি) শারীরিক বা মানসিকভাবে অক্ষম নয় এবং জীবন ধারনেও অসমর্থ নয়, মৃত পুত্রের এমন প্রাপ্ত বয়স্ক পুত্রগণ;
- বিসিএস বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী ২০২৫ । একই ক্যাডার পদে পুনঃমনোনয়নে নিরুৎসাহিত করার বিধান?
- সরকারি ব্যয় নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ২০২৫ । ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে কৃচ্ছ্র সাধনের নির্দেশ?
- স্কুল সরকারীকরণ প্রক্রিয়া ২০২৫ । যশোর জেলার ‘জি জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ হলো সরকারি!
- বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ২০২৫ । প্রতি বছর ১০ দিনের বাধ্যতামূলক বার্ষিক ছুটি বিধান রয়েছে?
- TDS For Govt. Staff Salary 2025 । সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে কর কর্তন বাধ্যতামূলক, আইনি নির্দেশনা জারী?
(সি) বিবাহিতা কন্যা, যার স্বামী জীবিত আছে এবং যিনি স্বামী পরিত্যাক্ত বা ভরণ-পোষণ হতে বঞ্চিত নন;
(ডি) মৃত পুত্রের বিবাহিতা কন্যা, যার স্বামী জীবিত আছে এবং যিনি স্বামী পরিত্যাক্ত বা ভরন-পোষণ হতে বঞ্চিত নন।
২. যদি পরিবার না থাকে:
পরিবার বর্হিভূত কোন ব্যক্তি বা ব্যক্তিবগ্যের অনুকূলে মনোনয়ন প্রদান করা হলে মনোনয়ন পত্রে বর্ণিত হারে প্রাপ্য হবে। (বিধি-২১, জিপিএফ বিধিমালা, ১৯৭৯)
জিপিএফ স্লিপে কত টাকা জমা । জের হিসেবে যা উল্লেখ থাকে তাই মোট জমা

নিজ অফিসের ডিডিও আইডি থেকেই এখন জিপিএফ স্লিপ বের করা যায়।
আইবাস++: অনলাইনেই সংগ্রহ করুন জিপিএফ স্লিপ!



